Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

সাম্রাজ্যবাদ ও বিশ্বযুদ্ধের পটভূমি থেকে কয়েকটি শর্ট প্রশ্ন ও উত্তর।

সাম্রাজ্যবাদ ও বিশ্বযুদ্ধের পটভূমি

১।প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

উত্তর : ১৯১৪ খ্রিস্টাব্দের আগস্ট মাসে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।


২। মর্নে-মিন্টো সংস্কার আইন কত খ্রিস্টাব্দে হয়?

উত্তর : ১৯০৯ খ্রিস্টাব্দে মর্লে-মিন্টো সংস্কার আইন হয়।


৩। লখনউ চুক্তি কত খ্রিস্টাব্দে সম্পাদিত হয়?

উত্তর : ১৯১৬ খ্রিস্টাব্দে লখনউ চুক্তি সম্পাদিত হয়।


৪। ‘হোমরুল’ কথার অর্থ কী?

উত্তর : ‘হোমরুল’ কথার অর্থ হল স্বায়ত্বশাসন।


৫। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়?

উত্তর : ১৯১৯ খ্রিস্টাব্দে ১৩ এপ্রিল।


৬। ‘খলিফা’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘খলিফা’ শব্দের অর্থ ধর্মগুরু।


৭। সীমান্ত গান্ধি কাকে বলা হত?

উত্তর : খান আদুল গফফ্ফ খানকে সীমান্ত গান্ধি বলা হয়।


৮। স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ‘স্বরাজ্য দল’ প্রতিষ্ঠা করেন ।


৯। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন?

উত্তর : চিত্তরঞ্জন দাশ কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন।


১০। কলকাতায় ‘সাইমন কমিশন’ বিরোধী আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন?

উত্তর : নেতাজি সুভাষচন্দ্র বসু ‘সাইমন কমিশন’ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।


১১। সাইমন কমিশনের প্রতিবেদন কখন পেশ হয়?

উত্তর : ১৯৩০ খ্রিস্টাব্দের মে মাসে সাইমন কমিশনের প্রতিবেদন পেশ হয়।


১২। ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয়?

উত্তর : ১৯৩৫ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন প্রবর্তিত হয়।


১৩। গান্ধি আরউইন চুক্তি কবে সম্পাদিত হয়?

উত্তর : ১৯১৩ খ্রিস্টাব্দের ৫ মার্চ গান্ধি-আরউইন চুক্তি সম্পাদিত হয়।


১৪। কবে দ্বিতীয় গোল টেবিল বৈঠক আহ্বত হয়েছিল?

উত্তর : ১৯৩১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় গোল টেবিল বৈঠক আহূত হয়েছিল।


১৫। গান্ধিজির পিতার নাম কী ছিল?

উত্তর : গান্ধিজির পিতার নাম ছিল কাবা গান্ধি।


১৬। গান্ধিজির মায়ের নাম কী ছিল?

উত্তর : গান্ধিজির মায়ের নাম ছিল পুতলী বাই।


১৭। ব্রিটিশ সরকার গান্ধিজিকে কী উপাধিতে ভূষিত করেছিলেন?

উত্তর : ব্রিটিশ সরকার কাইজার-ই-হিন্দ উপাধিতে গান্ধিজিকে ভূষিত করেছিল।


১৮। ভারতে আগমনকারী সাইমনের বিরুদ্ধে ভারতীয়রা কী ধ্বনি তুলেছিল?

উত্তর : ভারতীয়রা সাইমনের বিরুদ্ধে ‘গো ব্যাক সাইমন’ ধ্বনি তুলেছিল।


১৯। অর্ধনগ্ন ফকির’ কাকে বলা হয়েছিল?

উত্তর : গান্ধিজিকে অর্ধনগ্ন ফকির” বলা হয়েছিল।


২০। তৃতীয় গোল টেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর : ১৯৩২ খ্রিস্টাব্দে তৃতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।


২১। কোন্ কোন্ দেশকে নিয়ে ত্রিশক্তি মৈত্রী জোট গঠিত হয়?

উত্তর : জার্মানি, অস্ট্রিয়া ও ইটালি এই তিনটি দেশকে নিয়ে ত্রিশক্তি মৈত্রী জোট গঠিত হয়।


২২। কোন্ কোন্ দেশকে নিয়ে ত্রিশক্তি আঁতাত গঠিত হয়েছিল?

উত্তর : ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়াকে নিয়ে ত্রিশক্তি আঁতাত গঠিত হয়েছিল।


২৩। মিত্রপক্ষীয় দেশ কোনগুলি?

উত্তর : ইটালি, জাপান, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্স প্রভৃতি দেশের মিলিত গোষ্ঠীকে মিত্রপক্ষ বলা হত।


২৪। ভাসাই সন্ধি কবে কাদের মধ্যে সম্পাদিত হয়?

উত্তর : ১৯৯৯ খ্রিস্টাব্দে জার্মানির সঙ্গে মিত্রপক্ষের ভার্সাই সন্ধি সম্পাদিত হয়েছিল।


২৫। লিগ অব্ নেশনস্ কেন গঠিত হয়?

উত্তর : আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য লিগ অব্ নেশনস্ গঠিত হয়।


২৬। হোমরুল লিগ কে, কখন প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ ১৯১৬ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে অ্যানি বেসান্ত হোমরুল লিগ প্রতিষ্ঠা করেন।


২৭। তিলক কোন্ কোন্ পত্রিকায় তাঁর হোমরুল আন্দোলনের আদর্শ প্রচার করেন?

উত্তর : তিলক ‘মারাঠা’ ও ‘কেশরী’ পত্রিকায় হোমরুল আন্দোলনের আদর্শ প্রচার করেন।


২৮। সুভাষচন্দ্র বসু কোন্ ঘটনাকে ‘এক জাতীয় বিপর্যয়’ আখ্যা দিয়েছেন?

উত্তর : চৌরিচৌরার হিংসাত্মক ঘটনার জন্য গান্ধিজি যখন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন তখন এই ঘটনাকে নেতাজি ‘এক জাতীয় বিপর্যয়’ বলেছেন।


২৯। সাইমন কমিশনের সদস্যবৃন্দ কখন, কোথায় এসে পৌঁছান?

উত্তর : ১৯২৮ খ্রিস্টাব্দে ৭ ফেব্রুয়ারি বোম্বাই শহরে সাইমন কমিশনের সদস্যবৃন্দ এসে পৌঁছান।


৩০। নেহেরু রিপোর্ট কী?

উত্তর : সাইমন কমিশনের বিরোধিতায় মতিলাল নেহেরুর নেতৃত্বে একটি সর্বদলীয় কমিটি গঠিত হয় যা নেহেরু রিপোর্ট নামে পরিচিত।


৩১। ২৬ জানুয়ারি দিনটিকে ‘স্বাধীনতা দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন?

উত্তরঃ পূর্ণ স্বাধীনতার আদর্শকে জনমানসে জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে ২৬ জানুয়ারি দিনটিকে ‘স্বাধীনতা দিবস’ হিসেবে পালন করার পরিকল্পনা করা হয়েছিল।


৩২। কে, কবে আইন অমান্য আন্দোলনের ডাক দেন?

উত্তর : গান্ধিজি ১৯৩০ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনের ডাক দেন।


৩৩। ১১ দফা দাবি কী?

উত্তর : গান্ধিজি ভারতের আর্থিক ও রাজনৈতিক সমস্যার সমাধানকল্পে ১৯৩০ খ্রিস্টাব্দে ৩০ জানুয়ারি ইন্ডিয়া পত্রিকায় ১১ দফা দাবি পেশ করেন। একে ১১ দফা দাবি প্রস্তাব বলা হয়।


৩৪। খোদাই-খিদমতগার বা লাল কোর্তা কাদের বলা হত?

উত্তর : খান আদুল গফ্ফর খান ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে পাঠান উপজাতিদের নিয়ে এক বাহিনী গঠন করেন যারা লালকোর্তা (Red Shirt) নামে পরিচিত।


৩৫। ‘বেঙ্গল ক্রিমিনাল ল’ কখন, কেন বিধিবদ্ধ করা হয়? সে

উত্তর : ১৯৩০ খ্রিস্টাব্দে ১ এপ্রিল গান্ধিজি পরিচালিত সত্যাগ্রহ আন্দোলনকারীদের দমন করার উদ্দেশ্যে ‘বেঙ্গল ক্রিমিনাল ল’ বিধিবদ্ধ হয়।

Leave a reply