Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

রেচন [Excretion] জীবদেহের প্রাণপ্রবাহ অব্যাহত রাখতে প্রতিটি সজীব কোশে অবিরত নানান জৈব রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ বিপাক ক্রিয়া চলছে। অপচিতি বিপাকের ফলে দেহকোশে নানা রকম দূষিত পদার্থ (waste products) সৃষ্টি হয়, যেমন : কার্বোহাইড্রেট বিপাকের ফলে উৎপন্ন হয় ...

Continue reading

ব্রিডার্স কিটপ্রজনন প্রক্রিয়ায় ব্যবহার করার জন্য প্রজননবিদেরা যেসব যন্ত্রপাতি ও সাজসরঞ্জাম ব্যবহার করেন সেগুলিকে একসঙ্গে একটি ব্যাগে রাখা হয় , তাকে ব্রিডার্স কিট বলে।সংকরায়ণ পদ্ধতি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রজননবিদরা কয়েকটি বিশেষ ধরনের ...

Continue reading

ড. এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে প্রথম টিকা আবিষ্কার করেন।গোরুকে আক্রমণকারী গো-বসন্তের ভাইরাসের জীবাণু সংগ্রহ করে তাকে ইনজেকশনের মাধ্যমে ব্যবহার করে তিনি স্মল পক্সের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সমর্থ হন। এভাবেই রোগ সংক্রমণ প্রতিরোধে প্রথম টিকা আবিষ্কৃত হয়েছিল।Read ...

Continue reading

মহামারি কোনো মারণরোগের ভয়াবহ সংক্রমণে যখন একটি নির্দিষ্ট অঞ্চলের অসংখ্য মানুষ একসঙ্গে মারা যায় তখন ওই মারণরোগকে মহামারি বলে। মহামারির চক্রাকার আবির্ভাব কোনো কোনো মহামারি জাতীয় রোগের প্রকোপ একটি নির্দিষ্ট সময় অন্তর ঘটতে দেখা যায়। বছর, মাস, ...

Continue reading

অনাক্রম্যতা কোনো রোগজীবাণু বা বিজাতীয় বস্তুর বিরুদ্ধে স্বাভাবিকভাবে জীবদেহে যে-রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, জীবদেহের সেই ক্ষমতাই হল অনাক্রম্যতা। অনাক্রম্যকরণ যে-পদ্ধতি বা ব্যবস্থার মাধ্যমে স্বাভাবিক বা কৃত্রিমভাবে (টিকাদানের মাধ্যমে) অ্যান্টিবডি গঠন দ্বারা দেহের ...

Continue reading

মিথানোজেনিক ব্যাকটেরিয়া আর্কিয়া (Archaea) শ্রেণির অন্তর্ভুক্ত ব্যাকটেরিয়া অক্সিজেনের অনুপস্থিতিতেও সেলুলোজ জাতীয় খাদ্য উপাদান বিশ্লেষিত করে মিথেন গ্যাসের সৃষ্টি করে, সেই ব্যাকটেরিয়াগুলিকে মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলে। যেমন—মিথানোকক্কাস।

Continue reading

অ্যান্টিবডি বিভিন্ন রোগসৃষ্টিকারী জীবাণুর দেহনিঃসৃত ক্ষতিকারক অ্যান্টিজেন প্রতিরোধী প্রোটিনধর্মী যে-বস্তু উৎপন্ন হয়, তাকে অ্যান্টিবডি বলে।

Continue reading

অ্যান্টিজেন কিছু ক্ষতিকারক জীবাণু (যেমন—ব্যাকটেরিয়া, ভাইরাস) দেহে প্রবেশের পর একাধিক ক্ষতিকারক যৌগ নিঃসৃত করে যার ফলে দেহে রোগের উদ্ভব হয় এবং অ্যান্টিবডির সংশ্লেষ উদ্দীপিত হয়, সেই ক্ষতিকারক যৌগসমূহকে অ্যান্টিজেন বলে ।

Continue reading

টিকাকরণ বা ভ্যাকসিনেশন যে-প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহে অ্যান্টিবডি তৈরি করার জন্য রোগসৃষ্টিকারী পদার্থ দেহে প্রবেশ করিয়ে দেহের অনাক্রম্যতা বৃদ্ধি করা হয়, তাকে টিকাকরণ বা ভ্যাকসিনেশন বলে।

Continue reading

টিকা বা ভ্যাকসিন বিভিন্ন রোগের বিরুদ্ধে অর্জিত অনাক্রম্যতা গড়ে তোলার জন্য অ্যান্টিবডি তৈরি করতে রোগসৃষ্টিকারী জীবাণু বা তার অংশবিশেষকে (অ্যান্টিজেন) পরিবর্তিত অবস্থায় সাধারণত তরল আকারে দেহে প্রবিষ্ট করানো হলে, তাকে টিকা বা ভ্যাকসিন বলে।

Continue reading