পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন সময়ের কোন ফার্মের ভারসাম্যের শর্ত গুলি হল - ভারসাম্য অবস্থায় ফার্মের প্রান্তিক ব্যয় (MC) এবং প্রান্তিক আয় (MR) পরস্পর সমান হবে। MC এর পরিবর্তনের হার MR এর পরিবর্তনে হারের তুলনাই বেশি হবে।
Continue readingপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের দাম কিভাবে নির্ধারণ করা হয় ব্যাখ্যা কর।
পূর্ণ প্রতিযোগিতা বাজারে অনেক ক্রেতা ও বিক্রেতা থাকে। প্রতিটি ক্রেতায় বাজার দাম কে প্রদত্ত বলে ধরে নিয়ে চাহিদার পরিমাণ স্থির করে। অন্যদিকে প্রতিটি বিক্রেতা বাজার দামকে প্রদত্ত ধরে নিয়ে জোগানের পরিমাণ স্থির করে। কিন্তু বাজারের ভারসাম্য দাম নির্ধারিত হয় চাহিদা ...
Continue readingGATT ও WTO এর মধ্যে দুটি পার্থক্য লেখ।
GATT ও WTO এর মধ্যে দুটি পার্থক্য ১। GATT এর কোনো আইনি সত্তাছিল না। কিন্তু WTO এর আইনি শর্ত আছে। একটি আন্তর্জাতিক চুক্তি মাফিক এর সৃষ্টি এবং পরে তা বিভিন্ন সদস্যদের সরকার ও আইনসভা এই চুক্তি সমর্থন ...
Continue readingজীবন বীমা ও সাধারণ বীমার দুটি পার্থক্য লেখ।
জীবন বীমা জীবন বীমা হল কোন বীমাকারী প্রতিষ্ঠান এবং বিমাগরিতার মধ্যে সম্পাদিত এক চুক্তি যার মাধ্যমে বীমা কবিতার অনিশ্চিত জীবনের ঝুঁকি বীমা কারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরিত করা হয়। এক্ষেত্রে বীমা গ্রহিতার মেয়াদ উত্তীর্ণ হলে বীমা মাশুল বা বীমা প্রিমিয়াম ...
Continue readingনরসিংহম কমিটির দুটি সুপারিশ লেখ।
নরসিংহম কমিটির দুটি সুপারিশ বাণিজ্যিক ব্যাংক গুলির ওপর RBI এর নিয়ন্ত্রণ কমিয়ে আনতে হবে। অলাভজনক ব্যাংক শাখা গুলি বন্ধ করতে হবে।
Continue readingগিনিসহগ কি ?
গিনিসহগ গিনিসহ হলো বিস্তৃতির এক পরিমাপ যার সাহায্যে দারিদ্ররেখায় কতজন জনসংখ্যা আছে তা নির্ণয় করা যায়।
Continue readingঘাটতি ব্যয়ের দুটি সুফল লেখ।
ঘাটতি ব্যয়ের দুটি সুফল ১. ক্রয় ক্ষমতা বৃদ্ধি: এর ফলে কার্যকরী চাহিদা সর্বোপরি বাজারের বিস্তার ঘটে। শিল্পোনের জন্য এই ধরনের বাজার বিশেষ প্রয়োজন। ২. ব্যবহৃত সম্পদের ব্যবহার: ঘাটতি ব্যয়ের ফলে দেশের বিভিন্ন অব্যবহৃত সম্পদের ...
Continue readingচাহিদা রেখা নিম্নমুখী হয় কেন?
চাহিদা রেখা নিম্নমুখী হয় কেন চাহিদা রেখা নিম্নমুখী হওয়ার পিছনে কতগুলি কারণ আছে - ক্রমহাসমান প্রান্তিক উপযোগ বিধি এই বিধি থেকে জানা যায় যে কোন দ্রব্য ক্রমাগত বেশি পরিমাণে ভোগ করতে থাকলে তার প্রান্তিক উপযোগিতা ক্রমশ হ্রাস ...
Continue reading
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণে সময়ের গুরুত্ব কী ?
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণে সময়ের গুরুত্ব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণে চাহিদা ও জোগান গুরুত্বপূর্ণ হলেও উভয়ের আপেক্ষিক গুরুত্ব সময়ের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা তিন ভাগে বিভক্ত। যথা— অতি স্বল্পকাল, স্বল্পকাল ও দীর্ঘকাল। অতি অল্পকালে দ্রব্যের জোগান ...
Continue reading
পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কীভাবে অর্জিত হয়তা ব্যাখ্যা করো।
পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালে কোনো ফার্ম তার উৎপাদনের আয়তনের পরিবর্তন করতে পারে না। আবার স্বল্পকালে কোনো ফার্ম শিল্পে প্রবেশ বা শিল্প ত্যাগ করে যেতে পারে না। স্বল্পকালীন ভারসাম্যের শর্ত স্বল্পকালে ...
Continue reading