Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

লখনউ চুক্তি গুরুত্বপূর্ণ কেন?

লখনউ চুক্তি গুরুত্বপূর্ণ কেন

১৯১৬ খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে যৌথ আন্দোলন কর্মসূচির উদ্দেশ্যে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির উল্লেখযোগ্য শর্ত হিসেবে বলা হয় যে, প্রত্যেকটি প্রাদেশিক ও কেন্দ্রীয় আইন পরিষদের মোট সদস্যের এক তৃতীয়াংশ মুসলিম সম্প্রদায়ভুক্ত হবে।

অপরদিকে মুসলিম লিগ ও কংগ্রেস স্বরাজের আদর্শকে মেনে নেয়। হিন্দু-মুসলিম ঐক্যের ইতিহাসে লখনউ চুক্তি বিশেষ গুরুত্বপূর্ণ। এই চুক্তি সর্বসমক্ষে এটাই প্রতিষ্ঠিত করেছিল যে হিন্দু-মুসলিম দুটি পৃথক ধর্মীয় সম্প্রদায় হলেও তারা সকলেই ভারতীয় এবং বিদেশি শক্তি ব্রিটিশের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। যদিও গান্ধিজি এই চুক্তি সম্পর্কে খুব আশাবাদী ছিলেন না, তবুও ভারতের রাজনৈতিক ইতিহাসে লখনউ চুক্তির বিশেষ তাৎপর্য আছে। কারণ ব্রিটিশ সরকারকে হিন্দু-মুসলিমের এই সংঘবদ্ধতা আতঙ্কিত করেছিল এবং এর ফলে জাতীয় আন্দোলন অনেকাংশে উজ্জীবিত হয়েছিল। তাই অধ্যাপক আদিত্য মুখার্জি বলেছেন—“The pact was motivated by a sincere desire to ally minority fears about majority domination.”

Leave a reply