Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

জাতীয় কংগ্রসের প্রথমযুগ থেকে কয়েকটি শর্ট প্রশ্ন উত্তর।

জাতীয় কংগ্রসের প্রথমযুগ

১। আনন্দমঠ কার রচনা?

উত্তরঃ ‘আনন্দমঠ’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা।


২। Poverty and Un-British Rule in India’ গ্রন্থের লেখক কে?

উত্তরঃ ‘Poverty and Un-British Rule in India’ গ্রন্থের লেখক হলেন বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা দাদাভাই নওরোঁজি।


৩। কংগ্রেসের কোন্ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরমে ওঠে?

উত্তরঃ ১৯০৭ খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরমে ওঠে।


৪। কোন্ কমিশনের ভিত্তিতে কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকারী করেন?

উত্তরঃ রিজলী কমিশনের সুপারিশের ভিত্তিতে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকারী করেন।


৫। ‘রাখিবন্ধন’-উৎসবের নেতৃত্ব কে দেন?

উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘রাখিবন্ধন’ উৎসবের নেতৃত্ব দেন!


৬। সভা বৈঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ ‘বেঙ্গলি’ পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


৭। ‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ ‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র।


৮। স্বদেশ বান্ধব সমিতি’র প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ অশ্বিনী কুমার দত্ত হলেন ‘স্বদেশ বান্ধব সমিতি’র প্রতিষ্ঠাতা।


৯। অনুশীলন সমিতি’-র প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তরঃ ‘অনুশীলন সমিতি’র প্রতিষ্ঠাতা ছিলেন সতীশ চন্দ্র বসু।


১০। আলিপুর বোমার মামলার রাজসাক্ষি কে ছিলেন?

উত্তরঃ আলিপুর বোমার মামলার রাজসাক্ষি ছিলেন নরেন গোঁসাই।


১১। মহারাষ্ট্রে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের কে সূচনা করেন?

উত্তরঃ বাসুদেব বলবত্ত ফাদকে মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলনের সূচনা করেন।


১২। ‘গণপতি’ ও ‘শিবাজি’ উৎসবের কে আয়োজন করেন?

উত্তরঃ ‘গণপতি’ ও ‘শিবাজি’ উৎসবের আয়োজন করেছিলেন লোকমান্য বাল গঙ্গাধর তিলক।


১৩। কেশরি পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ লোকমান্য বাল গঙ্গাধর তিলক ‘কেশরি’ পত্রিকার সম্পাদক ছিলেন।


১৪) ইংল্যান্ডে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন?

উত্তরঃ ইংল্যান্ডে স্যার কার্জন উইলিকে হত্যা করেন মদন লাল ধিংড়া।


১৫। লাহোর ষড়যন্ত্র মামলায় কার মৃত্যুদন্ড হয়?

উত্তরঃ লাহোর ষড়যন্ত্র মামলায় বিঝুগণেশ পিংলের মৃত্যুদণ্ড হয়।


১৬। ‘বঙ্গের শিয়াল’ পত্রিকাটি কার লেখা।

উত্তরঃ বঙ্গের শিয়াল’ পত্রিকাটি অজিত সিংহের লেখা।


১৭। গদর শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘গদর’ শব্দের অর্থ বিপ্লবী।


১৮। ‘ভারতীয় বিপ্লববাদের জননী’ কাকে বলা হত।

উত্তরঃ ভিকাজী রুস্তম কামা, ওরফে মাদাম কামাকে ‘ভারতীয় বিপ্লববাদের জননী’ বলা হত


১৯। বিপ্লবী ভগৎ সিং কাকে হত্যা করেন?

উত্তরঃ বিপ্লবী ভগৎ সিং পুলিশ সুপারিনটেনডেন্ট স্যান্ডার্সকে হত্যা করেন।


২০। ইংল্যান্ডে প্রচার চালাবার জন্য ‘ইন্ডিয়ান স্যোসিওলজিস্ট’ পত্রিকার প্রকাশক কে ছিলেন?

উত্তরঃ ইংল্যান্ডে প্রচার চালাবার জন্য ‘ইন্ডিয়ান সোসিওলোজিস্ট’ পত্রিকার প্রকাশক ছিলেন শ্যামজী কৃষ্মবর্মা।


২১। কলকাতার ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার দায়িত্বে কারা নিযুক্ত হয়েছিলেন?

উত্তর : প্রফুল্ল চাকী ও ক্ষুদিরাম বসু এই দুজন বিপ্লবী কিংসফোর্ডকে হত্যার কাজে নিযুক্ত হয়েছিলেন।


২২। মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনে ‘চাপেকার ভ্রাতৃদ্বয়’ নামে কারা পরিচিত ছিলেন?

উত্তরঃ দামোদর চাপেকার ও বালকৃষ্ণ চাপেকার নামে দুই ভাই।


২৩। কোন্ ঘটনাকে আধুনিক ভারতের প্রথম সন্ত্রাসবাদী হত্যাকান্ড আখ্যা দেওয়া হয়।

উত্তরঃ ১৮৯৭ খ্রিস্টাব্দে চাপেকার ভ্রাতৃদ্বয় পুনের ম্যাজিস্ট্রেট র‍্যান্ড ও একজন সামরিক কর্মচারীকে হত্যা করেন। এই ঘটনা আধুনিক ভারতের প্রথম সন্ত্রাসবাদী হত্যাকান্ড নামে পরিচিত।


২৪। মিত্রমেলা’ গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা কারা?

উত্তরঃ মহারাষ্ট্রের বিপ্লবী নেতা গণেশ দামোদর সাভারকার ও বিনায়ক দামোদর সাভারকার।


২৫। অভিনব ভারত কে কবে গঠন করেন?

উত্তরঃ ১৯০৪ খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সাভারকার অভিনব ভারত গঠন করেন।


২৬। করেকজন নরমপন্থী নেতার নাম উল্লেখ করো।

উত্তরঃ দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ফিরোজশাহ মেহেতা, রমেশচন্দ্র দত্ত, আনন্দ মোহন বসু, মহাদেব গোবিন্দ রাণাডে প্রমুখ।

Leave a reply