Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

জলবিদ্যুৎ এর গুরুত্ব লেখো।

জলবিদ্যুৎ এর গুরুত্ব লেখো।

জলবিদ্যুৎ এর গুরুত্ব

জলবিদ্যুৎ হল চিরাচরিত বা প্রচলিত শক্তি সম্পদ। জলবিদ্যুৎ শক্তির উৎস খরস্রোতা নদী , যা প্রবহমান বা অক্ষয়িষ্ণু সম্পদ।

  1. জলবিদ্যুৎ একটি পুনর্ভব প্রবহমান সম্পদ । তাই যতই ব্যবহার করা হোক না কেন , কোনোদিন নিঃশেষিত হবে না।
  2. কেবল শিল্পে শক্তি হিসাবেই জলবিদ্যুৎ ব্যবহৃত হয় , কাঁচামাল হিসাবে নয়।
  3. জলবিদ্যুৎ থেকে কোনো উপজাত দ্রব্য তৈরি করা যায় না।
  4. জলবিদ্যুৎ সঞ্চয় করে রাখা যায় না। উৎপাদনের পরই ব্যবহার করতে হয়।
  5. ট্রান্সমিশন লাইনের মাধ্যমে জলবিদ্যুৎ অতি সহজেই বিতরণ কেন্দ্রে পাঠানো যায়।
  6. জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রাথমিক ব্যয় বেশি হলেও আবর্তক ব্যয় খুব কম। এজন্য সুলভ বিদ্যুৎ বলে পরিগণিত হয়।
  7. কয়লা ও খনিজ তেলের তুলনায় ইউনিট প্রতি জলবিদ্যুতের তাপশক্তি উৎপাদন করার ক্ষমতা বেশি ।
  8. দহন নির্ভর নয় বলে জলবিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতির আয়ুষ্কাল অনেক দীর্ঘ এবং তাই রক্ষণাবেক্ষণ ব্যয়ও কম।
  9. ভারতের মোট শক্তি উৎপাদনের প্রায় ৩ শতাংশ জলবিদ্যুৎ থেকে উৎপাদিত হয়।
  10. জলবিদ্যুৎ উৎপাদনে শ্রম শক্তির তুলনায় উন্নত কারিগরি জ্ঞানের প্রয়োজন বেশি।
  11. জলবিদ্যুৎ ব্যবহারে পরিবেশ দূষিত হয় না। একে বলে পরিচ্ছন্ন শক্তি।

Leave a reply