Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

বায়ুমণ্ডলের উপাদান থেকে কয়েকটি শর্ট প্রশ্ন ও উত্তর।

১। বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত?

উত্তর : বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা প্রায় ১০,০০০ কিলোমিটার।


২। ভূ-পৃষ্ঠ থেকে হোমোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?

উত্তর : ভূ-পৃষ্ঠ থেকে ৯০ কিমি পর্যন্ত হোমোস্ফিয়ার বিস্তৃত।


৩। বায়ুমণ্ডলের কোন স্তরকে হেটেরোস্ফিয়ার বলে?

উত্তর : ভূ-পৃষ্ঠ থেকে ৯০ কিমি ঊর্ধ্বের বায়ুমণ্ডলের স্তরকে হেটেরোস্ফিয়ার বলে।


৪। ট্রোপোস্ফিয়ার কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত?

উত্তর : ৮-১৮ কিমি পর্যন্ত।


৫। ট্রোপোপজ কাকে বলে?

উত্তর : ট্রোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার—এই দুই বায়ুস্তরের সীমা নির্দেশক সংযোগস্থলকে ট্রপোপজ বলে।


৬। মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত?

উত্তর : ৮ কিলোমিটার।


৭। নিরক্ষরেখার উপর ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত?

উত্তর : প্রায় ১৮ কিলোমিটার।


৮। বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ও চাপ দুইই হ্রাস পায় ?

উত্তর : ট্রোপোস্ফিয়ারে।


৯। নিরক্ষরেখায় স্ট্রাটোস্ফিয়ারের গভীরতা কত?

উত্তর : ৬২ কিলোমিটার।


১০। মেরু অঞ্চলে স্ট্রাটোস্ফিয়ারের গভীরতা কত?

উত্তর : ৭২ কিলোমিটার।


১১। বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতি দেখা যায় না?

উত্তর : স্ট্রাটোস্ফিয়ারে।


১২। স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা কত কিলোমিটার?

উত্তর : ৮০ কিলোমিটার।


১৩। ট্রোপোপজ বায়ুমণ্ডলের কোন্ স্তরের বিরতি নির্দেশ করে?

উত্তর : ট্রপোস্ফিয়ারের।


১৪। নিরক্ষরেখার ও মেরুদ্বয়ের ট্রোপোপজের উচ্চতা কত?

উত্তর : নিরক্ষরেখায় ১৮ কিমি এবং মেরুদ্বয়ে ৮ কি. মি.।


১৫। বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গগুলি প্রতিহত হয়ে পৃথিবীতে ফিরে আসে?

উত্তর : আয়নোস্ফিয়ারে।


১৬। বায়ুমণ্ডলের কোন স্তরে সুমেরু প্রভার মতো আলো দেখা যায়?

উত্তর : আয়নোস্ফিয়ারে।


১৭। কত উচ্চতা পর্যন্ত আয়নোস্ফিয়ার বিস্তৃত?

উত্তর : ৬৪০ কিমি।


১৮। বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্যাসীয় উপাদান কী?

উত্তর : নাইট্রোজেন।


১৯। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে কোনটি জীবজগতের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ?

উত্তর : অক্সিজেন।


২০। অক্সিজেন বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের শতকরা কত ভাগ অধিকার করে আছে?

উত্তর : শতকরা ২০.৯ ভাগ।


২১। নাইট্রোজেন বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের শতকরা কত ভাগ অধিকার করে আছে?

উত্তর : শতকরা ৭৮.১ ভাগ।


২২। বায়ুমণ্ডলের হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরের নাম কী?

উত্তর : হাইড্রোজেন স্তর।


২৩। হেটেরোস্ফিয়ারের সর্বনিম্ন বায়ুস্তরের নাম কী?

উত্তর : আণবিক নাইট্রোজেন স্তর।


২৪। বৃষ্টিপাত ঘটানোর জন্য বায়ুমণ্ডলের কোন উপাদান একান্ত অপরিহার্য?

উত্তর : জলীয় বাষ্প।


২৫। বায়ুমণ্ডলের কোন উপাদান জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে?

উত্তর : কার্বন ডাই-অক্সাইড।


২৬। বায়ুমণ্ডলের কোন গ্যাসীয় উপাদান তাপ শোষণে পারদর্শী?

উত্তর : কার্বন ডাই-অক্সাইড।

Leave a reply