Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

জৈনধর্মের বৈশিষ্ট্যগুলি কি কি?

জৈনধর্মের বৈশিষ্ট্য

জৈনধর্ম একান্তভাবে নিরীশ্বরবাদী। এই ধর্মে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা হয় না। আবার ঈশ্বরের প্রাসঙ্গিকতাও নেই।

  1. এইধর্মে বিশ্বসৃষ্টি ও রক্ষার পেছনে কোন দৈব অনুগ্রহ নেই।
  2. তাদের মতে বিশ্ব অনন্ত। উত্থান, পতন, উন্নতি, অবনতি এই চক্রাকার পর্যায়ের মধ্য দিয়ে আজকের পর্যায়টি এসেছে। প্রতিটি পর্বে ২৪ জন তীর্থঙ্কর ১২ জন রাজচক্রবর্তী ৬৩ জন মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন।
  3. জৈনধর্ম অনুসারে এই বিশ্বে এখন অবনতির পর্ব চলছে। এরা মহাপ্রলয়ে বিশ্বাস করে না।
  4. জীব ও অজীব এই দুইটি শব্দকে জৈনরা ধর্মবিশ্বাসের স্তম্ভরূপে বিবেচনা করে। তাদের মতে জীব ও অজীবের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়েই এই বিশ্ব কাজ করে থাকে।
  5. জৈনদের কাছে জীব অতি পবিত্র। কর্মের বন্ধনই একে অপবিত্র করে।
  6. জৈনদের সাধনা একান্তভাবে ত্যাগ ও পবিত্রতার সাধনা।
  7. অহিংসা জৈনধর্মে অন্যতম বৈশিষ্ট্য। তাদের কাছে অজ্ঞানে সামান্যতম কাঁট হত্যাও একটা পাপ। বিশ্বজনীন অহিংসা ও পবিত্রা রক্ষা করাই জৈনধর্মের মূল কথা ছিল।
  8. এই ধর্মমতে তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করা হয়।

Leave a reply