Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

টীকা লেখো : জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ।

টীকা লেখো : জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ।

জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ

জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় অনুকূল ভৌগোলিক পরিবেশকে দুটি ভাগে ভাগ করা যায়—

  1. প্রাকৃতিক পরিবেশ।
  2. অপ্রাকৃতিক পরিবেশ।

জলবিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক পরিবেশ

প্রাকৃতিকভাবে নিম্নলিখিত সুবিধাগুলি থাকা প্রয়োজন —

বন্ধুর ভূপ্রকৃতি

নদী খরস্রোতা না হলে জলবিদ্যুৎ উৎপাদন করা যায় না। বন্ধুর ভূমির ওপর দিয়ে প্রবাহিত নদী খরস্রোতা হয় বলে জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী।

নিয়মিত পর্যাপ্ত বৃষ্টিপাত বা বরফগলা জলের সরবরাহ

নদীতে যাতে সারা বছর বেশি জল থাকে , তাই নিয়মিত পর্যাপ্ত বৃষ্টিপাত প্রয়োজন অথবা নদীতে বরফগলা জলের সরবরাহ থাকা দরকার।

বরফ মুক্ত আবহাওয়া ও নাতিতীব্র গ্রীষ্মকাল

প্রচণ্ড ঠান্ডায় জল জমে যাতে বরফে পরিণত না হয় অথবা গ্রীষ্মকালের প্রখর উত্তাপে নদীর জল দ্রুত বাষ্পীভূত না হয় , সেজন্য জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বরফ মুক্ত আবহাওয়া এবং গ্রীষ্মকাল নাতিতীব্র হওয়া প্রয়োজন।

বনভূমির অস্তিত্ব

নদীর উৎস অঞ্চলে বনভূমি থাকলে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রিত হয়। এছাড়া বনভূমি বৃষ্টিপাতকেও নিয়ন্ত্রণ করে । তাই সংলগ্ন অঞ্চলে বনভূমি থাকলে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা হয়।

ভূতাত্ত্বিক গঠন

ভূমিকম্প প্রবণ অঞ্চলে নয় , কেবল ভূতাত্ত্বিক দিক থেকে স্থিতিশীল অঞ্চলে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়।

জলবিদ্যুৎ উৎপাদনের অপ্রাকৃতিক পরিবেশ

প্রাকৃতিক পরিবেশ ছাড়াও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কতকগুলি অনুকূল অবস্থা প্রয়োজন , যেমন—

  1. উন্নত মানের প্রযুক্তিবিদ্যা ,
  2. পর্যাপ্ত মূলধন ,
  3.  স্থানীয় এলাকা বা নিকটবর্তী অঞ্চলে বিদ্যুতের ব্যাপক চাহিদা ,
  4. খনিজ তেল , কয়লা প্রভৃতি শক্তি সম্পদের অভাব ,
  5. উন্নত যোগাযোগ ব্যবস্থা ,
  6. সুলভে দক্ষ শ্রমিক পাওয়ার সুবিধা প্রভৃতি জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে।

Leave a reply