Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

মুম্বই বন্দরের গুরুত্ব আলোচনা কর।

মুম্বই বন্দরের গুরুত্ব

মহারাষ্ট্রের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত মুম্বই হল ভারতের সর্বশ্রেষ্ঠ বন্দর ও পোতাশ্রয়। বদর হিসেবে মুম্বইয়ের অসাধারণ গুরুত্ব রয়েছে, যেমন :

(১) ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর

আরব সাগরের তীরে অবস্থিত মুম্বই ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর।

(২) স্বাভাবিক ও গভীর পোতাশ্রয়

মুম্বই বন্দরের পোতাশ্রয়টি স্বাভাবিক ও প্রশস্ত (প্রায় ২০০ বর্গ কিমি) এবং গভীর (গভীরতা প্রায় ১০ মিটার)।

(৩) পর্যাপ্ত জেটি ও ডক

পণ্য বোঝাই ও খালাসের জন্য জেটিও ডকের সংখ্যা মুম্বই বন্দরে অনেক বেশি। এই বন্দরের ৩টি ডক এবং জাহাজ মেরামতের জন্য ২টি ড্রাই ডক রয়েছে।

(৪) বালিচড়া মুক্ত গভীর সমুদ্র

মুম্বই বন্দর সংলগ্ন সমুদ্র গভীর এবং বালির চড়ামুক্ত হওয়ায় সমুদ্রগামী বিশালায়তন জাহাজগুলো সহজেই এই বন্দরে প্রবেশ করতে এবং পোতাশ্রয়ে আশ্রয় নিতে পারে।

(৫) অনুকূল ভৌগোলিক অবস্থান

মুম্বই বন্দর থেকে ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্যের খনিজ তৈল উৎপাদনকারী দেশগুলো অপেক্ষাকৃত কম দূরত্বে অবস্থান করছে। এই জন্য এইসব দেশগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে মুম্বই বন্দরের গুরুত্ব খুব বেশি। এই বন্দরের মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলোর সঙ্গে অতি সহজে পণ্য পরিবহন করা যায় বলে এই বন্দরকে ভারতের প্রবেশ দ্বার বলে।

(৬) উন্নত যোগাযোগ ব্যবস্থা

মুম্বই বন্দরটি পশ্চিম ও মধ্য রেলপথের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এর বিস্তীর্ণ পশ্চাভূমির যোগাযোগ ব্যবস্থাও খুব উন্নত। রেলপথ ছাড়াও উল্লেখযোগ্য কয়েকটি জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের মাধ্যমে এই বন্দরটি ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে সুসংযুক্ত। এছাড়া এই বন্দর থেকে ভারতের সব বন্দরে জাহাজ চলাচল করে।

(৭) সুসমৃদ্ধ পশ্চাদভূমি

মুম্বই বন্দরের বিস্তৃত পশ্চাদভূমি কৃষি (কাপার্স, তৈলবীজ, বিভিন্ন রকম খাদ্যশস্য প্রভৃতি), খনিজ সম্পদ (আকরিক লোহা, ম্যাঙ্গানিজ প্রভৃতি) এবং শিল্পে (বস্ত্র, ইঞ্জিনিয়ারিং, গুরুরাসায়নিক, পেট্রোকেমিক্যাল প্রভৃতি শিল্প) খুবই সমৃদ্ধ। শিল্প সমৃদ্ধ মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান ও দিল্লির প্রায় সমগ্র অংশ এবং উত্তরপ্রদেশ, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অংশ মুম্বই বন্দরের পশ্চাদভূমির অন্তর্গত। বর্তমানে মুম্বই বন্দরের পশ্চাদভূমি আরও বিস্তৃত হয়েছে।

(৯) আমদানি ও রপ্তানি বাণিজ্যে মুম্বই বন্দরের গুরুত্ব

মোট মাল পরিবহনের ক্ষেত্রে ও আমদানি বাণিজ্যে মুম্বই ভারতে প্রথম এবং রপ্তানি বাণিজ্যে তৃতীয় স্থান অধিকার করে। মুম্বই বন্দর মারফৎ বস্ত্র, চর্ম, তৈলবীজ, ম্যাঙ্গানীজ, পশম, ঔষধপত্র, ইঞ্জিনিয়ারিং দ্রব্য রপ্তানি করা হয় এবং এই বন্দর মারফৎ বিদেশ থেকে খনিজ তেল, উঁচু মানের তুলো, যন্ত্রপাতি, কার্পাস, রাসায়নিক দ্রব্য, রেলইঞ্জিন প্রভৃতি বিদেশ থেকে আমদানি করা হয়।

Leave a reply