Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

আন্তর্জাতিক তারিখরেখা কীভাবে নির্ণয় করা হয়েছে?

পৃথিবীর পরিধির কৌণিক মাপ ৩৬০°। নিজের অক্ষের ওপর একপাক ঘুরতে বা ৩৬০° বৃত্তাকার পথ অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে ২৪ ঘন্টা। এই হিসাবে প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট।

পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় প্রতি ১ ডিগ্রির পার্থক্যে ৪ মিনিট এগিয়ে থাকে এবং পশ্চিম দ্রাঘিমার স্থানীয় সময় প্রতি ১ ডিগ্রির পার্থক্যে ৪ মিনিট পিছিয়ে থাকে। তাই মূলমধ্যরেখা বা গ্রিনিচ থেকে পূর্ব দিকে যাত্রা করে ১৮০° পূর্ব দ্রাঘিমা রেখায় পৌঁছোলে স্থানীয় সময় ১২ ঘন্টা এগিয়ে যায় (১৮০ × ৪ = ৭২০ মিনিট = ১২ ঘন্টা) আর মূলমধ্যরেখা বা গ্রিনিচ থেকে পশ্চিম দিকে যাত্রা করে ১৮০° পশ্চিম দ্রাঘিমা রেখায় পৌঁছোলে একইভাবে স্থানীয় সময় ১২ ঘন্টা পিছিয়ে যায়। কাজেই ১৮০° পূর্ব বা পশ্চিম দ্রাঘিমা রেখার দুপাশে সময়ের পার্থক্য দাঁড়ায় ১২ ঘন্টা + ১২ ঘন্টা = ২৪ ঘন্টা অর্থাৎ ১ দিন।

এই অসুবিধা দূর করার জন্য পৃথিবীর মানচিত্রে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে মোটামুটিভাবে ১৮০° দ্রাঘিমারেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখরেখার প্রবর্তন করা হয়েছে।

Leave a reply