লাতিন আমেরিকার দেশগুলিকে এই নামে ডাকা হয় কেন?

Question

Answer ( 1 )

    0
    2023-04-17T12:29:01+05:30

    ষােড়শ শতকে ভৌগােলিক অভিযান ও তার পরবর্তী সময়ে উপনিবেশ স্থাপনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেয় স্পেন ও পাের্তুগাল। ইউরােপীয় ভাষাগুলির মধ্যে অন্যতম প্রধান ভাষা এবং ইউরােপীয় ভাষার জনক হল লাতিন ভাষার মধ্যে স্প্যানিশ, পাের্তুগিজ ভাষা ও তাদের সংস্কৃতি মেক্সিকো এবং এই ভাষার থেকে উদগত ভাষাগুলির-সহ দক্ষিণ আমেরিকার দেশগুলিতে কয়েকশাে বছর ধরে প্রচলিত রয়েছে। এই বিচারে এই সমস্ত দেশগুলিক লাতিন আমেরিকার দেশ বলা হয়।

    Best answer

Leave an answer