Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ুর সম্পর্ক সংক্ষেপে আলােচনা করাে।

নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ুর সম্পর্ক সংক্ষেপে আলােচনা করাে।

নিরক্ষীয় নিম্নচাপ বলয়-এর সঙ্গে আয়নবায়ুর সম্পর্ক 

(i) উত্তর গােলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় ও দক্ষিণ গােলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে আয়নবায়ু প্রবাহিত হতে থাকে। এই বায়ু সাধারণত 30° থেকে 5° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে প্রবাহিত হয়। উত্তর গােলার্ধে এই বায়ুপ্রবাহ ফেরেল সূত্র অনুসারে ডানদিকে কিছুটা বেঁকে উত্তর-পূর্ব দিক থেকে ছুটে আসে। উত্তর-পূর্ব দিক থেকে আসে বলে উত্তর গােলার্ধে এই বায়ুপ্রবাহের নাম উত্তর-পূর্ব আয়নবায়ু।

(ii) দক্ষিণ গােলার্ধে আয়নবায়ু ফেরেল সূত্রানুসারে কিছুটা বাঁ-দিকে বেঁকে দক্ষিণ-পূর্বদিক থেকে ছুটে আসে। দক্ষিণ-পূর্ব দিক থেকে আসে বলে দক্ষিণ গােলার্ধে এই বায়ুপ্রবাহের নাম দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু।

(iii) নিরক্ষরেখার নিকটবর্তী নিরক্ষীয় ক্রান্তীয় বায়ু অঞ্চলে (5° উত্তর অক্ষাশ থেকে 5° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত স্থানে) উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব আয়নবায়ু মিলিত হয় বলে এই অঞ্চলে কোনাে বায়ুপ্রবাহ থাকে না। তাই এই অঞ্চলকে নিরক্ষীয় শান্তবলয়ও বলা হয়।

Read More

Leave a reply