Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

অ্যাসিড বৃষ্টি কী এবং কেন হয় ? এর জন্য পরিবেশের ওপর কী প্রভাব পড়ে ?

অ্যাসিড বৃষ্টি

What is Acid Rain

শিশির, তুষার ও বৃষ্টির জলের সঙ্গে মিশ্রিত হয়ে বাতাসে ভাসমান সালফিউরিক অ্যাসিড (H₂SO₄), নাইট্রিক অ্যাসিড (HNO₃), হাইড্রোজেন ক্লোরাইড (HCl) প্রভৃতি রাসায়নিক পদার্থ পৃথিবীর বুকে ঝরে পড়ার ঘটনাকে অ্যাসিড বৃষ্টি (Acid Rain) বলে। এই জলে অম্লতার পরিমাণ (pH) ৫.০-৬.৫ বা তার কম। এখানে বলে রাখা ভালাে যে বায়ুমণ্ডলের যে গ্যাসটি অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ তার নাম হল সালফার ডাইঅক্সাইড (SO₂)।

অ্যাসিড বৃষ্টি কেন হয় ?

Why is acid rain?

বায়ুদূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়। প্রধানত কলকারখানা, যানবাহন, ধাতু নিষ্কাশন চুল্লি থেকে নির্গত গ্যাস ও ধোঁয়ার মাধ্যমে বায়ুমন্ডলে সালফার ও নাইট্রোজেনের অক্সাইডগুলি জমা হয়। এই রাসায়নিক পদার্থগুলি ভাসমান জলকণার সঙ্গে বিক্রিয়া করে বৃষ্টি, শিশির, তুষারের মাধ্যমে পৃথিবীতে নেমে আসে। এইভাবে অ্যাসিড বৃষ্টি হয়। অ্যাসিড সৃষ্টির রাসায়নিক প্রক্রিয়া –

(১) বৃষ্টির জলে সালফিউরিক অ্যাসিডে উপস্থিতি :

2SO₂ + O2 → 2SO₃
SO₃ + H₂O → H₂SO₄

(২) বৃষ্টির জলে নাইট্রিক অ্যাসিডের উপস্থিতি :

2NO₂ + O₃ →N2O5 + O₂
N2O5 + H₂O → 2HNO₃

অ্যাসিড বৃষ্টির জন্য পরিবেশের ওপর কী প্রভাব পড়ে ?

What effect does acid rain have on the environment?

(১) অ্যাসিড বৃষ্টি পরিবেশের ক্ষতি করে। কারণ সালফিউরিক অ্যাসিড় এবং নাইট্রিক অ্যাসিড- এই দুটি রাসায়নিকই বায়ুকে দূষিত করে। সে কারণে বিজ্ঞানীরা এদের “প্রাথমিক বায়ুদূষক” (Primary pollutants) বলেছেন।

(২) অ্যাসিড মিশ্রিত বৃষ্টির জল পুকুর, হ্রদ, জলাশয়ের জলকে অল্প করে তােলে। ফলে মাছ, পােকামাকড়, শৈবাল মারা যায়। মাছের ডিম পাড়ার ক্ষমতা কমে যায়।

(৩) অ্যাসিড জলের প্রভাবে হ্রদ, নদী, পুকুরের শৈবাল, পােকামাকড়, মাছ ইত্যাদি মারা যাওয়ার ফলে ওই জায়গার বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়। খাদ্যশৃঙ্খল ভেঙ্গে পড়ে। জল দূষিত হয়।

(৪) গাছপালার ওপর অ্যাসিড বৃষ্টি হলে গাছের ক্ষতি হয়। যেমন, গাছের পাতা ঝলসে যায়। পাতা কুঁকড়ে যায়। ফলে সালােকসংশ্লেষ বিঘ্নিত হয়। গাছের উচ্চতা কমে যায়। অঙ্কুরােদগম বাধা পায়। কাষ্ঠ শিল্পের জন্য ভালাে কাঠের জোগান কমে যায়।

(৫) অ্যাসিড বৃষ্টি মার্টিকে দূষিত করে। মাটির উর্বরতা কমে যায়।

(৬) অ্যাসিড বৃষ্টির প্রভাবে মার্বেল দিয়ে তৈরি স্ট্যাচু বা অন্যান্য স্মারক, অট্টালিকা, প্রাসাদ এবং ধাতু নির্মিত সেতু, কলকারখানা ইত্যাদিরও বিশেষ ক্ষতি হয়। যেমন, বিজ্ঞানীরা বলছেন যে, মথুরা তৈল শােধনাগার থেকে নির্গত রাসায়নিক পদার্থ অ্যাসিড বৃষ্টির মাধ্যমে আগ্রার তাজমহলের ক্ষতি করছে।

(৭) অ্যাসিড বৃষ্টির জন্য জীবজন্তু ও মানুষের ত্বক ও কোশের ক্ষতি হয়।

অ্যাসিড বৃষ্টির ঘটনা পৃথিবীর কোথায় বেশি ঘটছে?

Where in the world is acid rain happening more?

অ্যাসিড বৃষ্টির ঘটনা পৃথিবীর সেই সমস্ত জায়গায় বেশি ঘটছে, যেখানে কলকারখানা বেশি, যানবাহন বেশি, জ্বালানির ব্যবহার বেশি। সুতরাং পৃথিবীর শিল্পোন্নত দেশগুলিতে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব যে সবচেয়ে বেশি পড়বে, তাতে কোনাে সন্দেহ নেই। তাই কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেন, নেদারল্যান্ড, জার্মানি প্রভৃতি উন্নত দেশগুলিতে অ্যাসিড. বৃষ্টির প্রকোপ পথ চেয়ে বেশি। প্রসঙ্গত মুম্বাই-এর চেম্বুর, মহারাষ্ট্রের পুণে, কেরলের ত্রিবাম প্রভৃতি জায়গায় অ্যাসিড বৃষ্টির ঘটনা সবচেয়ে বেশি।

অ্যাসিড বৃষ্টি কমানাের উপায় কী?

What is the way to reduce acid rain?

বাতাসে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের জোগান কমাতে পারলে, অ্যাসিড বৃষ্টির আশঙ্কা কমে। তার জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। ধাতু নিষ্কাশন চুড়ি থেকে বেরিয়ে । মাস গ্যাস ও ধোয়াকে পরিত করতে হবে। যানবাহনের হীনকে উন্নত করতে হবে।

Download PDF

Please wait..
If the download didn’t start automatically, click here.

Leave a reply