Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

মুদ্রণ বিপ্লব কী? মুদ্রণ বিপ্লবের ফলাফলগুলি লেখাে।

-: মুদ্রণ বিপ্লব :-

নবজাগরণের প্রধানতম স্থায়ী দিকটি হল মুদ্রণ বিপ্লব যা সংঘটিত হয়েছিল ১৪৫০-এর দশকে। এটি ছিল জোহান গুটেনবার্গ, জোহান ফাস্ট ও পিিটর শােয়েফার-এর মুদ্রণ প্রচেষ্টায় পরিণতি। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের মতে, মুদ্রণ যন্ত্রের আবিষ্কার ও ব্যাপক ব্যবহার ছিল স্থায়ী নবজাগরণ।

(১) ধাতুর উন্নত টাইপ ঃ ১৪৫০-এর দশকে জার্মানি মেইনটজ শহরের জোহান গুটেনবার্গ আলাদা আলাদা অক্ষরের জন্য ধাতুর টাইপযুক্ত ও যতিচিহ্নযুক্ত এক উন্নতমানের মুদ্রণ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। তার এই যন্ত্র দ্বারা মুদ্রিত আদি পর্বের বইয়ের মধ্যে ‘গুটেনবার্গ বাইবেল’ (১৪৫৪-৫৫ খ্রিঃ) ছিল উল্লেখযােগ্য।

(২) ফাস্ট ও শােয়েফার :- জোহান ফাস্ট ও পিটার শােয়েফার-এর মুদ্রণযন্ত্র ছিল উন্নতমানের এবং এঁদের মুদ্রণ শিল্প মূলত চার্চ, মঠ ও বিশ্ববিদ্যালয়ের চাহিদা মেটাত।

(৩) বই বাঁধানাে :- বিক্রয় ও মুদ্রণ বিপ্লব বলতে শুধুমাত্র মুদ্রণকেই বােঝায় না, কারণ বই বাঁধানাে ও তা বিক্রয়ের ব্যবস্থাও এর অন্তর্গত। গুটেনবার্গ, ফাস্ট ও শােয়েফার প্রমুখ বই বাঁধানাে ও বিক্রয়ের ব্যবস্থা করে মুদ্রণ শিল্পকে একটি সংগঠিত শিল্পে পরিণত করেন।

(৪) ইউরােপের বিভিন্ন অঞ্চলে মুদ্রণ : মুদ্রণ বিপ্লব শুরু হয় জার্মানিতে কিন্তু দ্রুত মুদ্রণ বিপ্লব সমস্ত ইউরােপের বিভিন্ন অঞ্চলে প্রসার ঘটে। ১৪৭৩ খ্রিস্টাব্দে ফ্রান্সে সরবন বিশ্ববিদ্যালয়ের কাছে ১৪৭৩ খ্রিস্টাব্দে ক্রানটজ ও তার সহযােগী মুদ্রণ যন্ত্র প্রবর্তন করেন। একই সময়ে হল্যান্ড কস্টার মুদ্রণ যন্ত্রের ব্যবহার শুরু করেন। ১৯৭৪ খ্রিস্টাব্দে স্পেনে মুদ্রণ যন্ত্র প্রচলিত হয়। ইংল্যান্ডে উইলিয়ম ক্যাকটন ১৪৭৬ খ্রিস্টাব্দে মুদ্রণ ব্যবস্থা গড়ে তােলেন।

(৫) মুদ্রণের সংখ্যা : ১৪৮০ খ্রিস্টাব্দের মধ্যে পশ্চিম ইউরােপের প্রায় ১৮০টি শহরে (ইটালিতে ৫০টি, জার্মানিতে ৩০টি, ফ্রান্সে ৯টি) মুদ্রণযন্ত্রের ব্যাপক ব্যবহার শুর হয় বেং ইউরােপে প্রায় ২০০টির বেশি শহরে মুদ্রণযন্ত্র স্থাপিত হয়। মুদ্রণযন্ত্র আবিষ্কারের পর পঞ্চদশ শতকের শেষে ইউরােপে প্রায় ৩,৫০,০০০ বই ছাপানাে হয়েছিল।

-: মুদ্রণ বিপ্লবের ফলাফল :-

সমকালীন সমাজ, সংস্কৃতি ও অর্থনীতির উপর মুদ্রণ বিপ্লবের প্রভাব ছিল তাৎপর্যপূর্ণ, কারণ-

(১) গ্রন্থ মুদ্রণ ও অল্প সময়ে অধিক সংখ্যক গ্ৰন্থ উৎকৃষ্টভাবে ছাপানাে সম্ভব হয়;

(২) জ্ঞানচর্চার প্রসার ও ধ্রুপদি বিদ্যাচর্চা ও জ্ঞানবিজ্ঞান চর্চার সহায়ক উপাদানে পরিণত হয়

(৩) আলিক ভাষার উত্থান ও মধ্যযুগব্যাপী ল্যাটিন ভাষার একাধিপত্যকে মুদ্রণ বিপ্লব খর্ব করে আঞ্চলিক ভাষার উত্থানের সহায়ক হয়ে ওঠে;

(৪) সংস্কার আন্দোলন ভাবধারার প্রচার ও আদানপ্রদানের মাধ্যমে মুদ্রণ বিপ্লব ধর্মসংস্কার আন্দোলনের পথ প্রশস্ত করেছিল।

Leave a reply