Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের কারণগুলি লেখো।

দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের কারণগুলি লেখো।

দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের কারণ

সাধারণভাবে দেখা যায় ভারতের মহারাষ্ট্র , কর্ণাটক , কেরালা , অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে তাপ বিদ্যুতের তুলনায় জলবিদ্যুৎ উৎপাদন বেশি হয়। এর কারণ—

  1. দক্ষিণ ভারতের ভূপ্রকৃতি মালভূমি প্রধান অর্থাৎ বন্ধুর। এজন্য এখানকার গোদাবরী , কৃষ্ণা , কাবেরী প্রভৃতি নদী খরস্রোতা এবং জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী।
  2. যদিও নদীগুলি বরফগলা জলে পুষ্ট নয় , দক্ষিণ ভারতের ভূমিরূপ ঢেউ খেলানো বলে এখানে সহজেই জলাধার নির্মাণ করে এই অসুবিধা দূর করা যায়।
  3. দক্ষিণ ভারতে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প উৎস কয়লা বিশেষ পাওয়া যায় না।
  4. দক্ষিণ ভারতে বিদ্যুতের যথেষ্ট চাহিদাও আছে। স্বাধীনতার পূর্বে কর্ণাটকের কোলার সোনার খনির জন্য শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প এবং কেরালার অ্যালওয়ে অ্যালুমিনিয়াম কারখানার জন্য পেরিয়ার জলবিদ্যুৎ প্রকল্প স্থাপিত হয়। বর্তমানে মুম্বাই , চেন্নাই , কোয়েম্বাটোর , হায়দ্রাবাদ , বাঙ্গালোর প্রভৃতি স্থানের বিভিন্ন শিল্পে বিদ্যুতের চাহিদা খুব বেশি।
  5. স্বাধীনতার পূর্বে ত্রিবাঙ্কুর , কুর্গ , মহীশুর প্রভৃতি করদ রাজ্য জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যাপকভাবে সাহায্য করেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট অঞ্চলের রাজ্য সরকারগুলির অবদানও এক্ষেত্রে উল্লেখযোগ্য।

Leave a reply