‘Operation Desert Storm’ বলতে কি বোঝ?

Question

Answer ( 1 )

    0
    2023-08-27T11:55:12+05:30

    মার্কিন সেনাপ্রধান নর্মান সােয়ার্জকফের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও বহুজাতিক দেশগুলি ইরাকের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালায় (১৬ জানুয়ারি, ১৯৯১ খ্রি.) তার নাম Operation Desert Storm’। ইরাকের বিরুদ্ধে এই সামরিক অভিযানে অংশ নিয়েছিল মার্কিন সেনাদল ছাড়াও ইংল্যান্ড, ফ্রান্স, মিশর, সৌদি আরব, সিরিয়া, মরক্কো, পাকিস্তান প্রভৃতি দেশের সম্মিলিত সেনাদল। এই সম্মিলিত সামরিক জোটের কাছে শেষপর্যন্ত সাদ্দাম হুসেনের নেতৃত্বে ইরাক পরাজিত হয়।

    Best answer

Leave an answer