নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রন মহল
1. ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে তীব্রবেগে আবর্তন করে।
2. পরমাণু নিস্তড়িৎ। পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রন সংখ্যার সমান।
3. প্রতিটি কক্ষপথে সর্বাধিক 2n2 ইলেকট্রন থাকতে পারে ।
4. ইলেকট্রন যে-কক্ষপথে থাকে তাকে স্থির কক্ষপথ বলে। নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে K, L, M, N, O, P, Q নামক কক্ষপথ বর্তমান।
Leave a reply
You must login or register to add a new comment .