বিদ্যুৎচালিত রেলগাড়িতে বৈদ্যুতিক তার ও পেন্টোগ্রাফের মধ্যে জোরালো আলো দেখা যায় কেন ?

Question

Answer ( 1 )

    0
    2023-05-07T11:51:01+05:30

    বিদ্যুৎচালিত রেলগাড়ির ইঞ্জিনে কামরার ওপর থেকে একটি ধাতব অংশকে দেখা যায় যেটি লাইনের সমান্তরালে ওপরে থাকা পরিবাহী তারকে স্পর্শ করে থাকে, একে পেন্টোগ্রাফ বলে।

    ওভারহেড তারের বিভব খুব বেশি হয় বলে, তারের আশেপাশের বায়ু আয়নিত অবস্থায় থাকে। রেলগাড়ির ঝাঁকুনি হলে, পেন্টোগ্রাফ ও ওভারহেড তারের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়। তখন তার এবং পেন্টোগ্রাফের মধ্যে তড়িৎক্ষরণ শুরু হয়। ফলে তড়িৎস্ফুলিঙ্গের আকারে আলোর ঝলক দেখা যায়।

    Best answer

Leave an answer