বায়ুমণ্ডলীয় তড়িৎ কী ?

Question

Answer ( 1 )

    0
    2023-05-07T11:51:45+05:30

    কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পড়ে থাকা অংশটুকু ধনাত্মক আয়ন গঠন করে। বেরিয়ে যাওয়া ইলেকট্রন অন্য কোনো পরমাণু বা পরমাণু জোটের সঙ্গে যুক্ত হয়। তখন এই দ্বিতীয় পরমাণু বা পরমাণু জোট ঋণাত্মক তড়িৎগ্রস্থ হয়ে পড়ে। এই আয়ন বা ইলেকট্রন বায়ুতে ভাসমান ধূলিকণা বা জলকণায় চলে আসে। তখন সেই কণাটিও তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। তড়িত্যুক্ত এসব আয়ন, পরমাণু, পরমাণু জোট, ধূলিকণা, জলকণা বায়ুমণ্ডলীয় তড়িৎ-এর উৎস।

    Best answer

Leave an answer