ভারতে কোম্পানির লক্ষ্য ছিল অধিক মুনাফা লাভ করা। উনিশ শতকের সূচনায় কৃষিবাণিজ্যিকীকরণের দ্বারা এক নতুন মুনাফার ক্ষেত্র সূচিত হয়। এর সূত্রপাত ঘটে নতুন ভূমিরাজস্ব ব্যবস্থা গ্রহণের দ্বারা। নতুন রাজস্ব ব্যবস্থায় উৎপন্ন ফসলের পরিবর্তে নগদ অর্থে ভূমিরাজস্ব গ্রহণ করা হত। ফলে কৃষক শ্রেণিকে তাদের উৎপাদিত ফসল বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করতে হত। কোম্পানি কৃষকদের উৎপন্ন কৃষিপণ্যগুলিকে নামমাত্র দামে কিনে নিয়ে ভোগ্যদ্রব্যে পরিণত করত এবং পুনরায় বাজারে বিক্রি করত। এইভাবে ভারতে কৃষি বাণিজ্যকীকরণের সূচনা হয়।
Leave a reply
You must login or register to add a new comment .