Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

কোচিন বন্দরের গুরুত্ব আলোচনা কর।

কোচিন বন্দরের গুরুত্ব

কেরালা রাজ্যের মালাবার উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত কোচিন— ভারতের একটি বিখ্যাত সামুদ্রিক বন্দর ও নৌ-ঘাঁটি। এখানকার প্রোতাশ্রয় স্বাভাবিক ও গভীর।

বন্দর সৃষ্টির কারণ

(১) ভগ্ন উপকূল, (২) স্বাভাবিক ও উন্নতমানের পোতাশ্রয় নির্মাণের উপযোগী গভীর সমুদ্র, (৩) সমভাবাপন্ন আবহাওয়া, (৪) উন্নত যোগাযোগ ব্যবস্থা, (৫) ঘন জনবসতির জন্য শ্রমিকের সুলভ যোগান প্রভৃতি নানা কারণে কোচিন বন্দরটি গড়ে উঠতে সুবিধা হয়েছে। যে-কোনো আবহাওয়ায় এখানে মালপত্র ওঠানো নামানোর কাজ করা সম্ভব।

পশ্চাদভূমি

কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিয়দংশ এই বন্দরের পশ্চাদভূমির অন্তর্গত।
আমদানি ও রপ্তানি বাণিজ্য : পেট্রোলিয়ামজাত খনিজ তেল ও সার এই বন্দরের পরিবহনের প্রধান দ্রব্য। এছাড়া নারিকেল তেল, নারিকেল দড়ি, চা, তামাক, কফি, রাবার, মশলা প্রভৃতি এখান থেকে বিদেশে রপ্তানি করা হয় এবং খাদ্যশস্য ও বিভিন্ন শিল্পজাত দ্রব্য বিদেশ থেকে আমদানি করা হয়।

Leave a reply