Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি কী? এই আন্দোলনের ব্যর্থতার কারণ কী?

ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি

ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিক মহলে বিতর্ক আছে। এই আন্দোলন বহু হিন্দু সমর্থন করলেও এটি জাতীয় আন্দোলন ছিল না। কারণ হিন্দু মুসলমানের সমান অধিকারের লক্ষ্য নিয়ে এই আন্দোলন গড়ে ওঠে। এটি ছিল মুসলিমদের জন্য, মুসলিমদের দ্বারা, মুসলিম নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন। কারও কারও মতে, শিখ জমিদার কর্তৃক দরিদ্র পাঠানদের মসজিদ দখলের জন্য এই আন্দোলন হয়। তাছাড়া মারাঠা নায়কের হিন্দু রাজাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, যা হিন্দু রাজা ও দলপতিদের আন্দোলনের প্রতি সহানুভূতি প্রদর্শন বোম্বাইয়ের ওয়াহাবি সভায় অসংখ্য হিন্দুদের যোগদান প্রভৃতি ছিল স্বাধীনতা সংগ্রামের অঙ্গ।

ওয়াহাবি আন্দোলেনর ব্যর্থতার কারণ

ওয়াহাবি আন্দোলেনর ব্যর্থতার কারণগুলো হলঃ

(১) এই আন্দোলন ছিল প্রাচীনপন্থী, সেকেলে ও যুগবিরোধী, আদর্শবর্জিত। (২) মূলকেন্দ্র হিসেবে উত্তর-পশ্চিম সীমান্তের উপজাতিদের সাহায্য ও সহযোগিতার পরিবর্তে আক্রমণাত্মক মনোভাব। (৩) উত্তর-পশ্চিম সীমান্তের ওয়াহাবি কেন্দ্রগুলির খাদ্য, অর্থ ও অস্ত্র বা রসদের জন্য নির্ভরশীল ভারতস্থ ঘাঁটিগুলি ইংরেজরা অনায়াসেই ধ্বংস করতে পারত। (৪) ইংরেজদের মতো বিরাট প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ চালাবার মতো শক্তি, অর্থ ও সামরিক বল ওয়াহাবিদের ছিল না।

Leave a reply