Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো।

মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ

ফলাফলের বিচারে এই বিদ্রোহ ব্যর্থ হয়। এই ব্যর্থতার পিছনে বিভিন্ন কারণ ছিল। (১) কেন্দ্রীয় সংগঠনের অভাব, (২) একশ্রেণির দেশীয় রাজন্যবর্গের নির্লিপ্ততা ও বিরোধিতা (৩) নির্দিষ্ট ও সুস্পষ্ট লক্ষ্য ও আদর্শের অভাব (৪) যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থায় ত্রুটি (৫) সেকেলে অস্ত্রশস্ত্র (৬) সরকার পক্ষের যোগ্য সেনাপতি ক্যাম্বেল, আউট্রাম- এর উপস্থিতি (৭) নেতৃত্বের ক্ষুদ্র স্বার্থচিন্তা (৮) বিশ্বাসঘাতকতা (৯) শিখ, গোর্খা, রাজপুত প্রভৃতি বীর জাতির বিরোধিতা (১০) দেশীয় মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণির বিরোধিতা (১১) সিপাহিদের মধ্যে শৃঙ্খলাবোধের অভাব প্রভৃতি কারণের সম্মিলিত প্রভাবেই এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল।

Leave a reply