Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

সহচর বিবাহ কী?

সহচর বিবাহ কী?

সহচর বিবাহ

সহচর বিবাহে একজন স্ত্রী ও পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে যৌন সঙ্গ উপভোগ করার জন্য পরস্পরের সাথে বাস। এটি আদৌ বিবাহ নয় কারণ এখানে দুজনের মধ্যে কোন ধর্মীয় বা রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী সম্পর্ক স্থাপিত হয় নি। এক্ষেত্রে একত্র সহবাস জনিত জনিত যৌন সংর্গের ফলে যাতে কোন পুত্র সন্তান জন্মগ্রহণ না করে সেজন্য দুজনে বিশেষ জন্মনিরোধক ব্যবস্থা অবলম্বন করে। পাশ্চাত্য জগতে এ ধরনের অবিবাহিত সহবাস বেশ কিছু দেখা যাচ্ছে। এই জাতীয় সহবাসের সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ হল ফরাসী দার্শনিক সাত্রে ও সিমন্ দ্যা বোভোয়ারের মধ্যে সম্বন্ধ। দুজনেই ছিলেন বুদ্ধিজীবী এবং সামাজিক বিবাহ প্রথায় বিশ্বাস করতে না। এরা দুজনে সারাজীবন স্বামী-স্ত্রীর মতন কাটিয়ে দিলেন বিবাহ না করে। সার্ত্রের মৃত্যুর পর তার যৌন জীবনের নক্কারজনিত চিত্র এঁকে পুস্তক প্রকাশিত হয়েছে।

বলা বাহুল্য যে এ ধরনের তথাকথিত সম্বন্ধ পরিবার, সমাজ ও শেষ পর্যন্ত রাষ্ট্রকে ধ্বংস করে দেবে। অনিয়ন্ত্রিত যৌন সুখভোগেই এই সহবাসের লক্ষ্য। এইরকম সুখের আস্বাদ পেলে কেউই আর বিবাহ করতে ও পুত্রসন্তান লালন পালনের দায়িত্ব নিতে চাইবে না। এরকম লোকেরা নিত্য নতুন সঙ্গীর সাথে সঙ্গসুখ খুজবে। এটি এক ধরনের যৌন অনাচার ছাড়া কিছু নয়। কোন আত্মসম্মান বিশিষ্ট ব্যক্তি এই জাতীয় সহচর বিবাহে সম্মতি দিতে পারে না। যৌন সুখভোগই যাদের জীবনের একমাত্র কাম্য তাদের পক্ষেই এ জাতীয় বিবাহ করা সম্ভব।

Leave a reply