Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

নদী কোন কোন পদ্ধতিতে ক্ষয়কাজ সম্পন্ন করে?

নদী ক্ষয়কাজ পদ্ধতি

নদীর ক্ষয়কাজ পাঁচটি প্রক্রিয়ায় সম্পূর্ণ করে। যেমন—

(i) জলপ্রবাহ ক্ষয় : জলস্রোতের আঘাতে নদী গতিপথের নরম শিলা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়।
(ii) অবঘর্ষজনিত ক্ষয় : নদীবাহিত প্রস্তর খণ্ডের সঙ্গে নদীখাতের ঘর্ষণে নদীখাত ক্ষয়প্রাপ্ত হয়।
(iii) ঘর্ষণ ক্ষয় : নদীবাহিত নুড়ি, পাথর স্পর ধাক্কা লেগে ছােটো ছােটো খণ্ডে পরিণত হয়।
(iv) দ্রবণ ক্ষয় : নদীর জলে অনেক সময় প্রস্তরখণ্ড দ্রবীভূত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়।
(v) বুদবুদ ক্ষয় : জলের স্রোতে সৃষ্ট বুদ্বুদ পাশ্ববর্তী নরম শিলাতে ক্ষয় করে।

Leave a reply