মহাকাব্যের যুগ কোন সময়কে বলা হয়?

Question

Answer ( 1 )

    0
    2023-01-19T10:54:35+05:30

    বৈদিক যুগের পরবর্তী সময়কে মহাকাব্যের যুগ বলা হয়। বাল্মিকী ও ব্যাসদেব মনীষীদয় রামায়ণ ও মহাভারতের রচয়িতা, তাই এই দুই কাব্যকে ‘পঞ্চমবেদ’ বলা হয়। কৃষি সভ্যতা ধারক হল রামায়ণ এবং নগর সভ্যতার ধারক হল মহাভারত। কয়েক লক্ষ শ্লোকের সংকলন নিয়ে এই মহাকাব্য দুইটি রচিত হয়েছিল।

    Best answer

Leave an answer