ছোটনাগপুর অঞ্চলকে “ভারতের খনিজ ভাণ্ডার” বলা হয় কেন? 

Question

Answer ( 1 )

    0
    2022-12-07T13:01:52+05:30

    ভারতের উত্তোলিত মোট খনিজ সম্পদের প্রায় ৪০ শতাংশ ছোটনাগপুর অঞ্চল থেকে পাওয়া যায়। ভারতের মোট তাম্র, কোক-কয়লা, অ্যাপাটাইট উৎপাদনের প্রায় সবটাই এই অঞ্চলের দান। তাছাড়া কয়লা (৫০%), অভ্র বক্সাইট, চিনামাটি ও আকরিক লৌহের (৪০%) ক্ষেত্রেও ছোটনাগপুর গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাই ছোটনাগপুর অঞ্চলকে “ভারতের খনিজ ভাণ্ডার” বলা হয়।

    Best answer

Leave an answer