পরিবেশ সম্পর্কিত কাজে আর্থ ওয়াচ প্রোগ্রাম-এর ভূমিকা কী?

Question

Answer ( 1 )

    0
    2023-12-09T19:56:12+05:30

    ১৯৭২ সালে স্টকহোমে রাষ্ট্রসংঘের উদ্যোগে মানব পরিবেশ সংক্রান্ত যে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, সেই অধিবেশনে গৃহীত নীতি অনুসারে আর্থ ওয়াচ প্রোগ্রাম (Earth Watch Programme) নামক আলোচ্য প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। UNEP বা ইউনাইটেড নেশন্‌স এনভায়রনমেন্ট প্রোগ্রাম এই প্রকল্পের কেন্দ্রীয় সংস্থা হিসাবে কাজ করে। পৃথিবীর বিভিন্ন দেশে পরিবেশ সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান সংগ্রহের ব্যাপারে আর্থ ওয়াচ প্রোগ্রামের একাধিক কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

    Best answer

Leave an answer