সুভাষচন্দ্র কেন হলওয়েল মনুমেন্ট অপসারণের জন্য আন্দোলন গড়ে তােলার সিদ্ধান্ত নেন?

Question

Answer ( 1 )

    0
    2023-08-25T10:58:56+05:30

    সিরাজউদদৌলার অন্ধকূপ হত্যাকে স্মরণ করে ব্রিটিশ সরকার হলওয়েল মনুমেন্ট স্মৃতিস্তম্ভ তৈরি করেন। কিন্তু বেশিরভাগ ভারতবাসী মনে করত অন্ধকূপ হত্যা ঘটনাটি অসত্য এবং সিরাজকে কলঙ্কিত করার জন্য ব্রিটিশের সাজানাে এক চেষ্টা। এতে সুভাষচন্দ্র বাংলার মুসলিম লিগের সহযােগিতায় হলওয়েল মনুমেন্ট অপসারণের জন্য আন্দোলন গড়ে তােলার সিদ্ধান্ত নেন।

    Best answer

Leave an answer