হর্ষবর্ধনের সময় গৌড়ের শাসক কে ছিলেন? উভয়ের মধ্যে যুদ্ধের প্রধান কারণ কি ছিল?

Question

Answer ( 1 )

    0
    2023-02-13T09:31:45+05:30

    হর্ষবর্ধনের সময় গৌড়ের শাসক ছিলেন শশাঙ্ক। গৌড় রাজা শশাঙ্ক ছিল ক্ষমতাশীল শাসক, এই ক্ষমতা বৃদ্ধি হর্ষবর্ধনের কাম্য ছিল না। মালব রাজ দেবগুপ্ত যিনি হর্ষবর্ধনের বোন রাজ্যশ্রী স্বামী গ্রহবর্মার হত্যাকারী ছিলেন সেই দেবগুপ্ত শশাঙ্কের মিত্র ছিলেন। এছাড়াও শশাঙ্ক হর্ষবর্ধনের জেষ্ঠ্য ভ্রাতা রাজ্যবর্ধনকে হত্যা করেছিলেন। এই সমস্ত কারণে উভয়ের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়েছিল এবং পরিণতিতে যুদ্ধ বেধেছিল।

    Best answer

Leave an answer