Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

অঙ্ক, সংখ্যা, ও বিভাজ্যতা (Digit, Number & Divisibility) Math SET 1

Studymamu এর Competitive Math বিভাগে আপনাকে স্বাগতম। Digit, Number & Divisibility Math WBPSC, SSC, Railways Group D, WBP  এর প্রস্তুতির জন্য খুব গুরুত্বপূর্ণ

অঙ্ক, সংখ্যা, ও বিভাজ্যতা

Digit, Number & Divisibility Math SET 1

Q.1. দুই অঙ্গবিশিষ্ট সংখ্যার সমষ্টি 9। সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্কদ্বয় পরস্পর স্থান পরিবর্তন করে। সংখ্যাটি হল ?

A. 72
B. 63
C. 45
D. কোনোটিই নয়

B. 63

মনে করি সংখ্যাটি 10x + y

\therefore x + y = 9

প্রশ্নানুসারে  10x + y - 27 = 10y + x
বা, 9x – 9y = 27
বা, x – y = 3

(i) এবং (ii) সমাধান করে পাই ,

x = 6 এবং y = 3

\therefore সংখ্যাটি হলো  63

 

Q.2. একটি ছাত্রকে 3 দ্বারা কোন একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো। ভুলবশত সে 3 দ্বারা গুণ করলে উত্তর 29.3 হয়। সঠিক উত্তরটি কি ?

A. 3.3
B. 9.3
C. 9.8
D. 9.9

A. 3.3

সংখ্যাটি হলো  = \frac{29.3}{3 \times 3} = 3.3

 

Q.3. 3 অংক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা –

A. 981
B. 971
C. 964
D. 961

D. 961

 

Q.4. 1, 9, 25, 81, ?

A. 100
B. 112
C. 121
D. 144

C. 121

1^{2}, 3^{2}, 5^{2}, 7^{2}, 9^{2}

\therefore পরবর্তী বিজোড় সংখ্যা = 11

\therefore পরবর্তী সংখ্যা = 11^{2} = 121

 

Q.5. 2² + 3² + 4² + 5² + 6² + 7² + 8² + 9² + 10² = ?

A. 385
B. 2916
C. 540
D. 384

D. 384

2² + 3² + 4² + 5² + 6² + 7² + 8² + 9² + 10²

= \left ( 1^{2} + 2^{2} + ... + 10^{2}\right ) - 1^{2}

= \frac{10 \times \left ( 10  +  1 \right ) \left ( 20  +  1 \right )}{6} -1^{2} = 384

 

Q.6. 1³ + 2³ + 3³ + … + 9³ + 10³ = ?

A. 3575
B. 2525
C. 5075
D. 3025

D. 3025

1³ + 2³ + 3³ + … + 9³ + 10³

= \left [\frac{10 \times \left ( 10  +  1 \right )}{2} \right ]^{2} = 3025

 

Q.7. একটি ভাগ-সংক্রান্ত প্রশ্নে, ভাজ্য 37693, ভাগফল 52 এবং ভাগশেষ যদি 52 এবং 104 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা হয় তবে ভাজক হবে ?

A. 722
B. 723
C. 724
D. 725

B. 723

ভাজ্য এবং ভাগফল যথাক্রমে 37693 এবং 52 হলে ,
সম্ভাব্য ভাজক হবে =\frac{37693}{52} \approx 724

এখন, 724 \times 52 = 37648
এবং, 37693 – 37648 = 45
এই ভাগশেষটি 52 এবং 104 এর মধ্যে পড়ে না
আবার, 723 \times 52 = 37596
এবং নির্ণয়ে ভাগশেষ = 37693 – 37596 = 97
এই ভাগশেষটি 52 এবং 104 প্রসারটির মধ্যে পড়ে
\therefore নির্ণেয় ভাজক = 723

 

Q.8. x78y সংখ্যা টি যদি 55 দ্বারা বিভাজ্য হয় তবে xএবং y এর মান হবে –

A. 1,0
B. 4,5
C. 6,5
D. তথ্য অপর্যাপ্ত

B. 4,5

একটি সংখ্যা 55 দিয়ে বিভাজ্য হবে যখন সংখ্যা 5 এবং 11 দুটির দ্বারাই বিভাজ্য হবে।
এখন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হওয়া, হয় y = 0  নয় y = 5
সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হওয়ায়,
সেক্ষেত্রে, x + 8  =  y + 7          বা, x – y + 1 = 0
যদি  y = 0  হয় তবে x  = – 1 , যা অসম্ভব
যদি  y = 5  হয় তবে x  = 4
\therefore নির্ণয়ে x এবং y এর মান যথাক্রমে 4 এবং 5 হবে

 

Q.9. 50 এর কম মৌলিক সংখ্যার সংখ্যা –

A. 16
B. 15
C. 14
D. 18

B. 15

 

Q.10. A, B, C, D এবং E এই পাঁচটি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় 52। B এবং E এর গুণফল কত ?

A. 2912
B. 2688
C. 3024
D. 2800

D. 2800

পাঁচটি যগ্ম সংখ্যার মধ্যে তৃতীয় টি ক্x হলে, পাঁচটি ক্রমিক যগ্ম সংখ্যা যথাক্রেমে x – 4, x – 2, x, x + 2, x + 4
প্রসনুসারে, \frac{x + 4 + x + 2 + x + x - 2 + x - 4}{5} = 52
বা, \frac{5x}{5} = 52 বা, x = 52
\therefore দ্বিতীয় ও সর্বশেষ সংখ্যা (52 – 2) = 50 এবং (52 + 4) = 56
\therefore  নির্ণয়ে গুনফল = 50 \times 56 = 2800

 

Q.11. দুটি সংখ্যার পার্থক্য 1365। যখন বড়ো সংখ্যাটি ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করা হয়, তখন ভাগফল এবং ভাগশেষ হিসেবে যথাক্রমে 6 এবং 15 পাওয়া যায়। ছোট সংখ্যাটি কত ?

A. 240
B. 270
C. 295
D. 360

B. 270

ধরা যাক সংখ্যা দুটি x এবং y ; x > y
প্রশ্নানুসারে, x – y = 1365
আবার, x = 6y + 15
(১) এবং (২) থেকে পাই, y = 270

 

Q.12. 0, 1, 2, 3 এবং 4 এই অঙ্কগুলি মাত্র একবার ব্যবহার করে গঠিত 5 অঙ্কবিশিষ্ট বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত ?

A. 32976
B. 32679
C. 32769
D. কোনোটিই নয়

A. 32976

এক্ষেত্রে বৃহত্তম এবং ক্ষুদ্রমত সংখ্যা হল যথাক্রমে 43210 এবং 10234
\therefore নির্ণয়ে পার্থক্য = 43210 – 10234 = 32976

 

Leave a reply