Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Current Affairs Bengali PDF 2 October 2021

Welcome to Studymamu Current Affairs Bengali section. Get Daily Current Affairs in Bengali 2021 for WBPSC, IAS / PCS, Banking, IBPS, SBI, RBI, SSC, Railway , WBP and other competitive exams.

Daily Current Affairs Bengali PDF

ক্যারেন্ট অ্যাফেয়ার্স 

Q.1. সম্প্রতি কোন দেশের ক্রিকেটার মইন আলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ?

A. অস্ট্রেলিয়া
B. দক্ষিণ আফ্রিকা
C. ইংল্যান্ড
D. এর কোনোটি নয়

C. ইংল্যান্ড

রাজধানী : লন্ডন
মুদ্রা : পাউন্ড স্টার্লিং
প্রধানমন্ত্রী : বরিস জনসন

 

Q.2. সম্প্রতি কোন দেশের ফুটবলার রজার হান্ট 83 বছর বয়সে প্রয়াত হলেন ?

A. জার্মানি
B. ইংল্যান্ড
C. ব্রাজিল
D. এর কোনোটি নয়

B. ইংল্যান্ড

 

Q.3. সম্প্রতি কোন দেশ ভারতের কোভিশিল্ড ভ্যাকসিন কে অনুমোদন করেছে ?

A. বাংলাদেশ
B. শ্রীলংকা
C. ইটালি
D. এর কোনোটি নয়

C. ইটালি 

রাজধানী : রোম
মুদ্রা : ইউরো
প্রধানমন্ত্রী : মারিও দ্রাঘি

 

Q.4. সম্প্রতি কোন দেশ 2028 সালে চাঁদে ক্র প্রোব পাঠাতে সক্ষম একটি রকেট উৎক্ষেপণ করবে ?

A. রাশিয়া
B. জাপান
C. চীন
D. এর কোনোটিই নয়

C. চীন 

রাজধানী : বেইজিং
প্রেসিডেন্ট : শি জিনপিং

 

Q.5. সম্প্রতি কোন শহরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘নির্ভায়া – এক প্যাহেল’ কর্মসূচি শুরু করেছেন ?

A. গোরখপুর
B. লখনউ
C. বারাণসী
D. এর কোনোটিই নয়

B. লখনউ

 

Q.6. সম্প্রতি USIBC গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড কাকে প্রদান করা হবে ?

A. শিব নাদার
B. রতন টাটা
C. বিজয় গোখলে
D. এর কোনোটিই নয়

A. শিব নাদার 

US – India Business Council
প্রতিষ্ঠিত : 1975
সদরদপ্তর : ওয়াশিংটন ডিসি (USA)
চেয়ারম্যান : নিশা দেশাই বিসওয়াল

Hindustan Computers Limited
প্রতিষ্ঠিত : 11 আগস্ট 1976
সদরদপ্তর : নয়ডা
CEO : সি বিজয় কুমার
চেয়ারপারসন : রোশনি নাদার

 

Q.7. সম্প্রতি কে নতুন বই ‘My Life in Full: Work Family and Our Future’লিখেছেন ?

A. দেবব্রত মুখার্জি
B. ইন্দ্র নুই
C. বিজয় গোখলে
D. এর কোনোটিই নয়

B. ইন্দ্র নুই 

 

Q.8. সম্প্রতি কোন মন্ত্রক প্রবীণ নাগরিকদের জন্য ভারতের প্রথম অল ইন্ডিয়া হেল্পলাইন ‘Elder Line’ চালু করেছে ?

A. শিক্ষা মন্ত্রণালয়
B. সাংস্কৃতিক মন্ত্রণালয়
C. সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়
D. এর কোনোটিই নয়

C. সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় 

 

Q.9. সম্প্রতি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী দিল্লিতে স্বচ্ছ সর্বেক্ষণ এর কোন সংস্করণটি চালু করেছেন ?

A. পঞ্চম
B. সপ্তম
C. অষ্টম
D. এর কোনোটি নয়

B. সপ্তম 

 

Q.10. সম্প্রতি National Basketball Association এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন ?

A. অক্ষয় কুমার
B. রণবীর সিং
C. বিরাট কোহলি
D. এর কোনোটিই নয়

B. রণবীর সিং 

 

Q.11. সম্প্রতি কোন প্রদেশ কংগ্রেস দলের সভাপতি নভজ্যোত সিং সিধু তার পদ থেকে পদত্যাগ করেছেন ?

A. পাঞ্জাব
B. বিহার
C. গুজরাট
D. এর কোনোটিই নয়

A. পাঞ্জাব 

রাজধানী : চন্ডীগড়
মুখ্যমন্ত্রী : চরণজিৎ সিং চান্নি
গভর্নর : বনওয়ারিলাল পুরোহিত

 

Q.12. সম্প্রতি নাজলা বাউডেন রোমধানে কোন দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে ?

A. অস্ট্রিয়া
B. নামিবিয়া
C. টিউনিসিয়া
D. এর কোনোটিই নয়

C. টিউনিসিয়া 

রাজধানী : তিউনিস
মুদ্রা : তিউনিশিয়া দিনার
রাষ্ট্রপতি : কাইস সাইয়ীড

Read also :-

প্রতিদিন Bangla Current Affairs PDF আপডেট (Updated) থাকার জন্য আমাদের ওয়েবসাইট প্রতিদিন Visit করুন। অথবা আমাদের ওয়েবসাইটের নিচে বেল আইকন এ ক্লিক করে STUDYMAMU কে সাবস্ক্রাইব করুন। অথবা আমাদের Web App ইনস্টল করুন। যদি আমাদের Web App ইনস্টল করার নোটিফিকেশন শো না হয় তাহলে Chrome Browser এর ওপরে থ্রী ডট এ ক্লিক করুন। তারপর ইনস্টল আপা এ ক্লিক করে আমাদের Web App ইনস্টল করুন।

Web App ইনস্টল সম্পর্ণ হলে আপনার মোবাইল এর Home স্ক্রিনে StudyMamu app এর Logo শো হবে সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইট www.studymamu.com এ ডাইরেক্ট Visit করতে পারবেন।

Download PDF

Please wait..
If the download didn’t start automatically, click here.

Leave a reply