Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে টীকা লেখো।

পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে টীকা লেখো।

পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের সমস্যা ও সম্ভাবনা

পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের সমস্যা

পশ্চিমবঙ্গের লোহা ও ইস্পাত শিল্পের সমস্যাগুলি হল—

সঠিক সময়ে কাঁচামাল পাওয়ার অসুবিধা :

যেহেতু পশ্চিমবঙ্গে কয়লা ছাড়া লৌহ-ইস্পাত শিল্পের অন্য কোনো কাঁচামাল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না , সংলগ্ন ঝাড়খণ্ড , ওডিশা প্রভৃতি রাজ্য থেকে আনতে হয় , তাই সবসময় প্রয়োজনানুসারে , ওগুলি পাওয়া যায় না । এতে উৎপাদন ব্যাহত হয়।

আধুনিক প্রযুক্তির অভাব :

অত্যাধুনিক প্রযুক্তির অভাবে পশ্চিমবঙ্গের লোহা ও ইস্পাত শিল্পের যথেষ্ট উন্নতি হয়নি।

দক্ষ শ্রমিকের অভাব :

পশ্চিমবঙ্গে শ্রমিক পাওয়া গেলেও দক্ষ শ্রমিকের যথেষ্ট অভাব রয়েছে।

অন্যান্য সমস্যা :

এ ছাড়া বিস্তীর্ণ জমির অভাব , কোকিং কয়লার অভাব , মূলধনের অভাব , শ্রমিক অসন্তোষ , অধিক পরিবহণ ব্যয় প্রভৃতি হল পশ্চিমবঙ্গে লোহা ও ইস্পাত শিল্প বিকাশের প্রধান অন্তরায়।

পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের সম্ভাবনা

যেহেতু ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে লৌহ-ইস্পাত শিল্পের বিপুল চাহিদা রয়েছে , কিন্তু ভারতের মাত্র কয়েকটি রাজ্যেই লৌহ-ইস্পাত কারখানা গড়ে উঠেছে ( কাঁচামাল নির্ভর শিল্প বলে ) , তাই লৌহ-ইস্পাত শিল্পে পশ্চিমবঙ্গের সম্ভাবনা খুবই উজ্জ্বল। সেক্ষেত্রে বর্তমান কারখানাগুলির উৎপাদন বাড়িয়ে , নতুন নতুন কারখানা স্থাপন করে , লোহা ও ইস্পাতের গুণগত উৎকর্ষতা বাড়িয়ে এবং উৎপাদন খরচ কমিয়ে পশ্চিমবঙ্গকে এই সুযোগ গ্রহণ করতে হবে।

Leave a reply