শিলামণ্ডল
পৃথিবীর শিলাগঠিত কঠিন বহিরাবরণকে শিলামণ্ডল বা লিথােস্ফিয়ার (Lithosphere) বলে। শিলামণ্ডলের অন্য নাম অশ্মমণ্ডল। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিমি গভীর পর্যন্ত শিলামণ্ডলের ব্যাপ্তি।
শিলামণ্ডলের নীচে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আরও দুটি বৃত্তাকার স্তর রয়েছে। ৩৫ থেকে ২,৯০০ কিমি গভীর পর্যন্ত অংশকে ম্যান্টল বা ব্যারিস্ফিয়ার (Mantle/Barysphere) বলে। গুরুমণ্ডলের নীচে ২,৯০০ কিমি থেকে ৬,৩৭১ কিমি অর্থাৎ ভূকেন্দ্র পর্যন্ত অঞ্চল কেন্দ্রমণ্ডল বা সেন্ট্রোস্ফিয়ার (Controsphere or Core of the earth) নামে পরিচিত।
শিলামণ্ডলের উপাদান
শিলামণ্ডল আগ্নেয় (Jgneous), রূপান্তরিত (Metamorphic) ও পাললিক (Sedimentary) শিলায় গঠিত। ভূ-ত্বকের (crust of the earth) প্রায় ৯৮% শতাংশ অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ ইত্যাদি আটটি মৌলিক পদার্থ দিয়ে তৈরি। এদের মধ্যে অক্সিজেন ও সিলিকনের পরিমাণ সবচেয়ে বেশি।
শিলামণ্ডলের প্রধান উপাদানগুলির পরিমাণ
| মৌলিক পদার্থ (Element) | সংকেত (Symbol) | শতকরা ভাগ |
|---|---|---|
| ১. অক্সিজেন (Oxygen) | O | ৪৬.৭১০ |
| ২. সিলিকন (Silicon) | Si | ২৭.৬৯০ |
| ৩. অ্যালুমিনিয়াম (Aluminium) | Al | ৮.০৭০ |
| ৪. লৌহ (Iron) | Fe | ৫.০৫০ |
| ৫. ক্যালশিয়াম (Calcium) | Ca | ৩.৬৫০ |
| ৬. সােডিয়াম (Sodiurn) | Na | ২.৭৫০ |
| ৭. পটাশিয়াম (Potassium) | K | ২.৫৮০ |
| ৮. ম্যাগনেসিয়াম (Magnesium) | Mg | ২.০৮০ |
| আটটি প্রধান মৌলিক পদার্থের মােট পরিমাণ | ৯৮.৫৮০% | |
| শিলামণ্ডলের অন্যান্য মৌলিক পর্দাথের মােট পরিমাণ | ১.৪২০% | |
| শিলামণ্ডল গঠনকারী সমস্ত মৌলিক উপাদানের মােট পরিমাণ | ১০০০.০০০% |
Leave a reply
You must login or register to add a new comment .