Share
অন্ধকার ঘরে, শীতের রাত্রে, খাটে টানানো নাইলনের মশারিতে গায়ের উলের চাদর বা সোয়েটার বোলালে কী হবে?
Question
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Answer ( 1 )
নাইলন (মশারির উপাদান) ও উলের (চাদর বা সোয়েটারের উপাদান) ঘর্ষণে স্থিরতড়িৎ আধান সৃষ্টি হয়। নাইলনে ঋণাত্মক আধান ও উলে ধনাত্মক আধান সৃষ্টি হয় ।
বারবার ঘষলে দুটির মধ্যেই আধানের পরিমান বৃদ্ধি পায় অর্থাৎ দুটির মধ্যে বিভবপ্রভেদও বেশি হয়। মশারি থেকে অতিরিক্ত ইলেকট্রনগুলি মাঝের বায়ুস্তর ভেদ করে ধনাত্মক আধান বিশিষ্ট সোয়েটারে আসতে থাকে। ফলে তড়িৎস্ফুলিঙ্গের সৃষ্টি হয়। এক্ষেত্রে তড়িৎশক্তি, আলোকশক্তিতে রূপান্তরিত হয়।
এজন্য আগুনের ফুলকি দেখা যায়। এ সময় সামান্য তাপ উৎপন্ন হয়, যার প্রভাবে বায়ু দ্রুত প্রসারিত হতে চেষ্টা করে এবং চিড়চিড় শব্দ শোনা যায়।