টর্চে (বা রেডিয়োতে) ব্যবহৃত তড়িৎকৌশ (ড্রাইসেল) বা লাউডস্পিকার (মাইক) চালাতে যে ব্যাটারি ব্যবহৃত হয়, তার দু’প্রান্তে দুটি তড়িৎবাহী তার লাগিয়ে, দুটি তারের খোলা অংশ স্পর্শ করিয়ে দ্রুত সরিয়ে নিলে কী হবে?

Question

Answer ( 1 )

    0
    2023-05-07T11:48:03+05:30

    ড্রাইসেল বা ব্যাটারির দু’প্রান্তের সাথে দুটি তার যোগ করলে, তার দুটির খোলা প্রান্তের মধ্যে বিভব পার্থক্য থাকে। দুটি প্রান্ত যোগ করলে তড়িৎপ্রবাহ হবে। কিন্তু দুটি তারকে পরস্পরের থেকে বিচ্ছিন্ন করলেই বিভব পার্থক্যের জন্য ঋণাত্মক আধানে আহিত তার থেকে ধনাত্মক আধানে আহিত তারে ইলেকট্রন বায়ু ভেদ করে আসতে থাকে, এসময় সামান্য তড়িৎশক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয় বলে তড়িৎস্ফুলিঙ্গ দেখা যায়।

    Best answer

Leave an answer