আচরণবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে সনাতন দৃষ্টিভঙ্গির পার্থক্য
রাষ্ট্রবিজ্ঞানী বলের মতে, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ১৯০০ সালের পূর্ব পর্যন্ত যে আইনগত কাঠামোকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রচলিত ছিল, তা সনাতন দৃষ্টিভঙ্গি নামে পরিচিত। বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্রে আইন, দর্শন ও প্রতিষ্ঠানের পরিবর্তে এক নতুন দৃষ্টিভঙ্গির আবির্ভাব ঘটে, যা আচরণবাদ নামে পরিচিত।
প্রথমতঃ
আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানের ক্ষমতা প্রয়োগের সঙ্গে যে-কোনো কাজকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হিসাবে মনে করে। কিন্তু সনাতন দৃষ্টিভঙ্গি ব্যক্তি বা গোষ্ঠীর আচরণের পরিবর্তে রাজনৈতিক আদর্শ এবং প্রতিষ্ঠানকে রাষ্ট্রবিজ্ঞানের প্রধান বিষয় হিসাবে গণ্য করে।
দ্বিতীয়তঃ
আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় বিভিন্ন সমাজবিজ্ঞানগুলির মধ্যে সহযোগিতা স্থাপনে আগ্রহী। কিন্তু সনাতন দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানকে শুধুমাত্র ইতিহাসের ওপর নির্ভরশীল করেছে। এখানে আন্তঃসমাজবিজ্ঞানকেন্দ্রিক প্রবণতা নেই।
তৃতীয়তঃ
আচরণবাদতত্ত্ব ও গবেষণার পারস্পরিক নির্ভরশীলতায় বিশ্বাসী, কিন্তু সনাতন দৃষ্টিভঙ্গিতত্ত্ব দর্শনের মধ্যে সীমাবদ্ধ।
Leave a reply
You must login or register to add a new comment .