Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নত্তর PDF in Bangali

রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নত্তর PDF in Bangali

(Last year’s questions and answers of Railway Recruitment Examination PDF in Bangali)

21. সবুজ বিপ্লবের জনক হিসেবে খ্যাত নরমান বরলগ কোন দেশের নাগরিক ছিলেন?
A. আমেরিকা
B. মেক্সিকো
C. অস্ট্রেলিয়া
D. নিউজিল্যান্ড

A. আমেরিকা

22. UNDP কতৃক প্রকাশিত মানব উন্নয়ন সূচকের নিরিখে 187 টি দেশের মধ্যে ভারতের স্থান —
A. ৯৫ তম
B. ১৩৪ তম
C. ১১৯ তম
D. ৭৩ তম

B. ১৩৪ তম

23. কচ্ছের উপসাগরে অবস্থিত কান্ডলা কিসের জন্য বিখ্যাত?
A. রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল
B. সামুদ্রিক খাদ্যপণ্য কেন্দ্র
C. হীরে কাটা এবং পালিশ করা
D. পুরনো জাহাজের ধ্বংসকরন

A. রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল

24. ভারতের প্রথম প্রাচীনতম তৈল শোধনাগার টি হল—
A. হলদিয়া
B. ডিগবয়
C. বরোদা
D. মুম্বাই

B. ডিগবয়

25. শ্বেত বিপ্লবের ফলে কোনটির উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছিল?
A. মাংস
B. খাদ্যশস্য
C. ডিম
D. দুধ

D. দুধ

26. প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়?
A. ১৯৫০
B. ১৯৫১
C. ১৯৫২
D. ১৯৫৪

B. ১৯৫১

27. বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়?
A. ১৯৯১
B. ১৯৯৫
C. ১৯৯৭
D. ১৯৯৯

B. ১৯৯৫

28. বাণিজ্য নীতি হলো —
A. আমদানি রপ্তানি নীতি
B. লাইসেন্সিং নীতি
C. বিদেশি মুদ্রা বিনিময় নীতি
D. ব্যালেন্স অব পেমেন্ট নীতি

B. লাইসেন্সিং নীতি

29. ভারতে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেন?
A. ভি কে আর ভি রাও
B. দাদাভাই নওরোজি
C. আর সি দত্ত
D. ডি আর গাডগিল

B. দাদাভাই নওরোজি

30. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালানবিশ মডেল এর উপর ভিত্তি করে পরিকল্পিত হয়?
A. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
B. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
C. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
D. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা

B. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা

Leave a reply