কচ্ছের রণ কাকে বলে? ইহার ৫-টি ভৌগোলিক অবস্থান উল্লেখ কর।

Question

Answer ( 1 )

    0
    2022-12-07T13:00:50+05:30

    গুজরাট রাজ্যের উত্তরে এবং কচ্ছ উপদ্বীপের উত্তর ও পূর্বাংশের অগভীর জলাভূমিকে রণ বলে। (১) কোনো একসময় এই রণ অঞ্চল আরব সাগরের অংশ ছিল; (২) উত্তর অংশকে বৃহৎ রণ এবং পূর্বের অংশকে ক্ষুদ্র রণ বলে। (৩) বর্ষাকালে এই অঞ্চল সমুদ্র এবং লুনি, বানস্ প্রভৃতি নদীর জলে প্লাবিত হয়। (৪) গ্রীষ্মকালে এই অঞ্চল সম্পূর্ণ শুষ্ক, উদ্ভিদহীন এবং (৫) সাদা লবণে আচ্ছাদিত বালুকাময় প্রান্তরে রূপান্তরিত হয়।

    Best answer

Leave an answer