আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে অভ্যন্তরীণ কথাটির তাৎপর্য কী?

Question

Answer ( 1 )

    0
    2023-12-09T20:07:11+05:30

    আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের বিভেদতলে আপতিত হয়ে প্রতিফলিত হয় এবং আবার ঘন মাধ্যমেই ফিরে আসে। যেহেতু এই প্রতিফলন ঘন মাধ্যমের অভ্যন্তরেই ঘটে, তাই এই প্রকার প্রতিফলনকে বোঝানোর জন্য ‘অভ্যন্তরীণ’ কথাটি ব্যবহার করা হয় অর্থাৎ একে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে।

    Best answer

Leave an answer