জাতীয় স্তরে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাগুলি কী কী ?

Question

Answer ( 1 )

    0
    2023-12-09T19:44:41+05:30

    (১) বোটানিকাল সার্ভে অব ইন্ডিয়া, কলকাতা; (২) জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, কলকাতা; (৩) পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, দার্জিলিং (৪) ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়া, দেরাদুন; (৫) জি বি পন্থ ইনস্টিটিউট অব হিমালয়ান এনভায়রমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, আলমোড়া; (৬) সেন্ট্রাল সয়েল স্যালিনিটি রিসার্চ ইনস্টিটিউট, কারনাল; (৭) রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদসমূহ (SPCB); (৮) ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, দেরাদুন; (৯) ইনস্টিটিউট অব এরিড জোন ফরেস্ট্রি রিসার্চ, যোধপুর, (১০) ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেস্ট ম্যানেজমেন্ট, ভূপাল; (১১) সেলিম আলি সেন্টার ফর অরনিথোলজি অ্যান্ড ন্যাচরাল হিস্ট্রি, কোয়েম্বাটুর; (১২) সেন্টার ফর ইকলজিক্যাল সায়েন্স, বেঙ্গালুরু ইত্যাদি।

    Best answer

Leave an answer