প্রায় দৃশ্যানুগ অভিক্ষেপ (Semi-Perspective Projection) কাকে বলে ?

Question

Answer ( 1 )

    0
    2023-08-11T13:01:50+05:30

    কোনাে নির্দিষ্ট উদ্দেশ্যপূরণের জন্য যখন এক শ্রেণির ছেদরেখাগুলিকে (ধরা যাক, সমাক্ষরেখা) দৃশ্যানুগভাবে এবং অন্যশ্রেণির ছেদরেখাগুলিকে (যেমন, দ্রাঘিমারেখা) অন্যভাবে (গাণিতিকভাবে), কোনাে তলের ওপর প্রতিস্থাপন করে অভিক্ষেপ গঠন করা হয়, তখন সেই অভিক্ষেপকে প্রায় দৃশ্যানুগ অভিক্ষেপ বলে।

    Best answer

Leave an answer