অন্ধকূপ হত্যা কী?

Question

Answer ( 1 )

    0
    2023-06-07T20:51:08+05:30

    হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে, সিরাজ-উদদৌলা কর্তৃক কলকাতা আক্রমণের (১৭৫৬ খ্রি.) পরে তার নির্দেশে কলকাতায় বন্দি ১৪৬ জন ইংরেজ সৈন্যকে ১৮ ফুট লম্বা ও ১৪ ফুট ১০ ইঞ্চি চওড়া একটি ছােটো ঘরে আটক রাখা হয়। এর ফলে ১২৩ জন শাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা (Black Hole Tragedy) নামে পরিচিত।

    Best answer

Leave an answer