লোয়েস সমভূমি কাকে বলে?

Question

Answer ( 1 )

    0
    2023-05-31T16:14:58+05:30
    This answer was edited.

    মরুভূমির সূক্ষ্ম বালুকণা , মৃত্তিকা প্রভৃতি বায়ুপ্রবাহের মাধ্যমে বাহিত হয়ে বহু দূরে চলে যায় এবং সেখানে সঞ্চিত হয়ে যে নতুন ভূমিরূপ সৃষ্টি করে , তাকে বলে লোয়েস ভূমি বা লোয়েস সমভূমি। উদাহরণ — মধ্য এশিয়ার গােবি মরুভূমি থেকে প্রতি বছর শীতের সময় মৌসুমি বায়ুর মাধ্যমে বিপুল পরিমাণ বালুকা রাশি উত্তর চিনের হােয়াংহাে নদী উপত্যকায় সঞ্চিত হয়ে লােয়েস ভূমি গঠন করেছে । এর গভীরতা ৩০ থেকে ২০০ মিটার। একইভাবে আফ্রিকার সাহারা মরুভূমি থেকে বালি উড়ে এসে ইজরায়েলের দক্ষিণাংশে লােয়েস ভূমি গঠিত হয়েছে।

    Best answer

Leave an answer