সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণগুলাে কি ?

Question

Answer ( 1 )

    0
    2023-05-10T13:12:02+05:30
    This answer was edited.

    সিন্ধুসভ্যতা ধ্বংসের কারণ সম্পর্কে পণ্ডিত মহলে মতভেদ দেখা যায় । পণ্ডিতের মতে সিন্ধু অঞলের বনসম্পদের বিনাশ , বৃষ্টিপাতের স্বল্পতায় ঐ অঞলের মরুভূমিতে পরিণত হওয়া , নাগরিক জীবনের অবহেলা , সিন্ধুনদের বন্যা ও আর্যদের আক্রমণ সিন্ধুসভ্যতার ধ্বংসের কারণরূপে দেখা দেয় ।

    সংক্ষেপে বলা যায় যে , বৃষ্টিপাতের স্বল্পতা ও সিন্ধু নদের বন্যা সিন্ধু সভ্যতার পক্ষে সঙ্কটের কারণরূপে দেখা দেয় । পরে আর্যদের আক্রমণের ফলে এই সভ্যতা ধ্বংস হয় ।

    Best answer

Leave an answer