অ্যানাল গােষ্ঠীর ইতিহাসবিদ ফার্নান্দ ব্ৰদেল Total History’ নামক ইতিহাস চর্চার ধারণায় কী অবদান রাখেন?

Question

Answer ( 1 )

    0
    2023-03-03T11:53:01+05:30

    ফারনান্দ ব্ৰদেল ‘Total History’ নামক ইতিহাস চর্চায় বলেন ঐতিহাসিক সময়ের তিনটি ভাগ, যথা—দীর্ঘকালীন পর্যায় (Long term), মাঝামাঝি পর্যায় (Medium term) এবং স্বল্পকালীন পর্যায় (Short term)। তিনি এই তিন সময়কালের মধ্যে সমগ্র বিশ্বকেন্দ্রিক এক ইতিহাস রচনা করেন। এই ইতিহাস রচনার ক্ষেত্রে তিনি অর্থনীতি, রাষ্ট্রনীতি, ভূগােল-সহ নানা বিষয়কে ব্যবহার করে Total History’ নামক ইতিহাস চর্চায় নতুন পথ দেখান।

    Best answer

Leave an answer