বিক্রমাদিত্য ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি একই ব্যক্তি?

Question

Answer ( 1 )

    0
    2023-02-10T21:50:01+05:30

    অনেকে মনে করেন কিংবদন্তি বিক্রমাদিত্য ও চন্দ্রগুপ্ত ছিলেন অভিন্ন। কিংবদন্ডী বিক্রমাদিত্য শকারী ছিলেন এবং তার রাজসভায় নবরত্ন অলংকৃত ছিল। এছাড়াও কিংবদন্তী বিক্রমাদিত্বের পাটলিপুত্র ও উজ্জ্বয়িনী দুটি রাজধানী ছিল। অনুরূপভাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করেছিলেন রাজসভায় কালিদাসের মতো ব্যক্তিত্বের সমাবেশ ঘটেছিল। রাজধানীও একই স্থানে ছিল। তাই কিংবদন্তী বিক্রমাদিত্য ও দ্বিতীয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত এক ও অভিন্ন বলেই মনে হয়।

    Best answer

Leave an answer