মৌলিক পদার্থ কাকে বলে?

Question

Answer ( 1 )

    0
    2023-01-31T18:10:30+05:30

    যেসব পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো আলাদা ধর্মের পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে।

    মৌলগুলির মধ্যে প্রায় ৯২টি প্রকৃতিজাত। মৌলিক পদার্থ গুলিকে ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায়। যথা – ধাতু, অধাতু, ধাতুকল্প।

    আবার রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় থাকার নিরিখে, ছয়টি মৌলকে নিষ্ক্রিয় মৌল বলা হয়।

    Best answer

Leave an answer