ইমান্যুয়েল স্যু প্রাক-আধুনিক চীনকে জেন্ট্রি রাষ্ট্র বলেছেন কেন?

Question

Answer ( 1 )

    0
    2023-01-25T19:09:55+05:30

    প্রাক-আধুনিক চীনে সবথেকে গুরুত্বপূর্ণ শ্রেণি ছিল জেন্ট্রি। সমাজ ও রাষ্ট্রের পক্ষে তারা অনেক দায়িত্ব পালন করত। ব্যক্তি ও সম্প্রদায়ের মধ্যে বিরোধের নিষ্পত্তি, কনফুসীয় আদর্শের প্রচার, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, শান্তি-শৃঙ্খলার সমস্যা দেখা দিলে ভাড়াটে বাহিনীর তৈরি করে তার দমন প্রভৃতি কাজে মুখ্য ভূমিকা গ্রহণ করত। চীনা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা জেন্ট্রিদের এই গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ইমান্যুয়েল স্যু প্রাক-আধুনিক চীনকে জেন্ট্রি রাষ্ট্র বলেছেন।

    Best answer

Leave an answer